আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে যানবাহন ভাংচুর

এছাড়া হরতালের আগের রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে জেলা শহরের দত্তেরহাট, মাইজদী বাজার, পৌর বাজারসহ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে পিকেটাররা।
তবে পুলিশের বাধায় তারা চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন টার্মিনাল ছেড়ে যায়নি। তবে নোয়াখালী-লাকসাম ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে জেলা শহরে মিছিল করেছেন ১৮ দলের নেতাকর্মীরা।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় শনিবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জনকে আটক করেছে পুলিশ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ঢাকায় সভা-সমাবেশ করতে দেয়া এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.