আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে এরশাদ



সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ সকল কলকারখানা পুণরায় চালুর যে ঘোষনা দিয়েছেন তাঁর সেই প্রতিশ্র“তির বাস্তবায়ন দেখতে চাই। কারণ এদেশে স্বাধীনতা পরবর্তীকালে কলকারখানা থেকে শুরু করে যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগই হয়েছে জাতীয় পার্টির ক্ষমতার আমলে। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস ও আমিশাপাড়া বাজারে পৃথক পথসভায় বক্তৃতাদানকালে তিনি এ কথা বলেন। পথসভা দুইটিতে জাপা চেয়ারম্যান এরশাদ ছাড়াও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী ও চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, এস এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক একেএম সালাউদ্দিন আহম্মদ, জেলা জাতীয় পার্টি আহবায়ক মোবারক হোসেন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। জাপা চেয়ারম্যান বলেন, বিগত দিনে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে।

আমাকে আমার পার্টিকে ধংষ করার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনার আমার পাশে দাঁড়ান। আমার হাতকে শক্তিশালি করুন। আমি আগামি দিনে আপনাদের নিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো।

তিনি বলেন আমি ক্ষমতায় থাকা কালিন শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষনা করেছি আশাকরি মহাজোট এরবিরুদ্ধে এমন কোন সিদ্দান্ত নিবেননা যাতে করি দেশবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। হুসাইন মুহাম্মদ এরশাদ আরো বলেন, জাতীয় পার্টির ক্ষমতার ৯ বছরে এই দেশে কি পরিমান উন্নয়ন হয়েছে তা আপনারা জানেন। এই কারণেই বিগত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আহবানে এদেশের মানুষ বিপুল সাড়া দিয়েছেন। পরে জাপা চেয়ারম্যান এস এস পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালা উদ্দিনের মাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ গ্রামের বাড়িতে আয়োজিত জেয়াপত ও মিলাদ মাহফিলে যোগদান করেন। এসময় সেখানে উপস্থিত হাজার হাজার জনতা তাঁকে শুভেচ্ছা জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.