আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে ৫ কারণে অশান্তি



চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের প্রভাব, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের ভয়াবহতা ও চোরাচালান_ এ পাঁচ কারণে নোয়াখালীর জনপদে অশান্তি নেমে এসেছে। সাম্প্রতিক সময়ে ফেনসিডিল, হেরোইন ও গাঁজার ভয়াবহতা প্রকট রূপ নিয়েছে। প্রতিদিনই ভারতীয় গুঁড়া দুধ, মসলা ও কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য আসছে এ জনপদে। টেন্ডারবাজির মতোই নোয়াখালীতে চলছে নীরব চাঁদাবাজি। বিশেষ করে বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এ নিয়ে মাঝে মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। চাঁদাবাজির এই চিত্র জেলা শহর মাইজদী এবং জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীসহ উপজেলা পর্যায়েও বিস্তৃতি পেয়েছে। চৌমুহনী বাজারেই চাঁদাবাজি বেশি। ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই চাঁদা নেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীরাই এগিয়ে।

http://www.shamokal.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.