আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর / আল্লাহ / ভগবান আসলেই আছেন... প্রমাণিত...

দুঃখিত,নীতিমালা ভঙ্গের কারনে প্রভাষক-এর কমেন্ট ব্যান করা হয়েছে; তবে তিনি "নিরাপদ" ব্লগার!!!

ঘটনা-১. ডাব্লিউ জি গ্রেস সম্পর্কে অনেক চমকপ্রদ গল্প চালু আছে... একদিন তিনি এমসিসি-র হয়ে এক কাউন্টি ম্যাচে ব্যাটিং করতে নেমে খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলেন, আম্পায়ার আউট-এর নির্দেশ দিলেন; কিন্তু গ্রেস ক্রীজ-এ অনড় দাড়িয়ে রইলেন। আম্পায়ার , "মি. গ্রেস, আপনি আউট হয়ে গিয়েছেন; এবার প‌্যাভিলিয়ন-এ ফিরে গিয়ে একটু বিশ্রাম নিন।" জবাব-এ গ্রেস তাকে বললেন, "মি. আম্পায়ার, দর্শকরা পয়সা দিয়ে আমার খেলা দেখতে আসে, আপনার-টা নয়! কাজেই আমি একটু খেলবো, আপনি বরং প‌্যাভিলিয়ন-এ ফিরে গিয়ে একটু বিশ্রাম নিন।" ঘটনা-২. পৃথিবীতে প্রাপ্ত প্রাণীদের মধ্যে "গন্ডার" সবচেয়ে পুরু ত্বক বিশিষ্ট। কতিথ আছে, এরা এদের ত্বক-এ যে-কোনো ধরণের আঘাত বা স্পর্শ সাত-দিন পর অনুভব করতে সক্ষম হয়! ঘটনা-৩. এক-জন ব্লগার হিসেবে আমি যে-কোনো বিষয় নিয়ে-ই লিখতে পারি, এবং যদি তা সরাসরি আমার নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কিত হয় তাহলে সেই সম্পর্কে কেন আমাকে কৈফিয়ৎ দিতে হবে? আমি আমার নিজের মত প্রকাশ করবো... নিজের মতো করে, যেভাবে ভন্ড-ধার্মিক-রা করছে সে-ভাবে-ই কি করতে হবে? আমরা কি ব্লগ-এ মর্ডারেটর-দের খেলা দেখতে আসি? কোনো লেখা ব্লগ-এ প্রকাশ হবার ৭-দিন পর সেটিকে সরিয়ে দেয়া দ্বারা কি মর্ডারেটর-দের করিৎকর্মতা বোঝায়??? আমি কোনো ধরনের নোটিশ না-পেয়ে সরাসরি কিভাবে "জেনারেল" পদে নিয়োগ পেলাম??? মনে হয় ধর্ম-কে রক্ষা করার জন্য স্বয়ং ঈশ্বর / আল্লাহ / ভগবান মর্ডারেটর পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন!!!... প্রণাম... নমস্কার... মারহাবা... সুবহানাল্লাহ্‌... থ্যাংকস্‌ গড... আপনি আসলেই আছেন... নয়তো ধর্ম-কে নেংটো হওয়ার হাত হতে রক্ষা করে কে???...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।