আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর

পড়,জান,জানাও

ঈশ্বরকে খুজেছি আমি হন্যে হয়ে, আস্তিক আর নাস্তিক এর মাঝে দুলেছি আমি। আমি খুজেছি আকাশে,বাতাসে,পানিতে সর্বখানে। পায়নি কোথাও তার দেখা। ভেবেছি যদি থাক তুমি ঈশ্বর নিজেকে লুকাও কেন মানবের থেকে। জন্ম আমাকে দিয়েছে ধর্ম, কিন্তু ঈশ্বরের দেখা দেয়নি এ ধর্ম। জীবনের এই পথে হঠাৎ মনে পড়ে মায়ের ক্ষুধার্ত মুখ মায়ের ক্ষুধার্ত মুখ যা আমাকে দিয়েছে পেটভরা অন্ন, আমার বাবার ছেড়া শার্ট যা আমাকে দিয়েছে উচ্চশিক্ষা, আমার বউয়ের প্রতিক্ষণের ত্যাগ যা আমাকে দিয়েছে শান্তি, আমার বন্ধুরা যারা আমার পাশে আমার ছায়ার মতো। আমার ঈশ্বর খোজা এখানেই হয় ক্ষান্ত। মানবের মাঝেই ঈশ্বর পাই আমি সর্বপ্রান্ত ঈশ্বর আছে তোমারই মাঝে, মানবই ঈশ্বর মানবের মাঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।