আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর এবং আমি ০১



বন্ধুবরেষু, আপনি কেমন আছেন? আমি দু:খিত; অনেক দিন আপনার কোন খবর আমার নেওয়া হয় না। অবশ্য আপনি ভালো করেই জানেন, আমার খবর নেওয়ার মতো অবস্থাও ছিল না। সেই পুরনো আমার কথা বাদ দেন; কারণ আমার সব কিছুই তো আপনি জানেন। আমি এখন আপনার কথা জানতে চাই। কেমন চলছে আপনার রাজ্য; আর কেমন উপভোগ করছেন আপনার রাজত্ব? এর মধ্যে তো আপনার রাজ্যের অনেক কিছুই বদলে গ্যাছে! আপনি কি জানেন ঈশ্বর, আমাদের না জাতীয় পরিচয় পত্র হয়েছে! এখন আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি, আমি বাংলাদেশের সম্মানিত নাগরিক। কিন্তু একটা দু:খ আছে ঈশ্বর, ভোটার কার্ডে আমার ছবিটা না এক্কে বারে যাচ্ছেতাই হয়েছে। ঠিক যেন চোর-বদমাইদের মতো। বলেতা ঈশ্বর,আমি কি এরকম? তুমি একটু চেষ্টা কের দেখ না, কোন ব্যবস্থা যদি করতে পারো। প্লিজ দোস্ত... তুমি ভালো থাকো ঈশ্বর তোমার দোস্ত সূত্র সাহা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।