আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ডের বিকল্প হবে আইফোন ৫

ভালো ..তবে কালো

টেক জায়ান্ট অ্যাপল আইফোন ৪ আসতে না আসতেই আইফোন ৫ নিয়ে কাজ শুরু করেছে। গুজব ছড়িয়েছে, আইফোন ৫-এ থাকবে নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি। এটি হবে ম্যাক কম্পিউটিং সিস্টেমেরই রেপ্লিকা। খবর টেলিগ্রাফ অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আইফোন ৫ মোবাইলভিত্তিক পেমেন্ট পদ্ধতির ব্যবহারকে দ্বিগুন করে দেবে।

জানা গেছে, এনএফসি প্রযক্তি ব্যবহারের ফলে আইফোন ৫ হবে ই-ওয়ালেটের মতোই। আর এই ই-ওয়ালেটের মধ্যেই ম্যাক সেটিংস বয়ে নেয়া যাবে। প্রয়োজনবোধে যেকোনো কম্পিউটারেও তা ব্যবহার করা যাবে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আইফোন ৫ তৈরির এসব গুজব বিভিন্ন ব্লগ সাইটে ছড়িয়েছে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এনএফসি প্রযুক্তির এই চিপটি আইফোনকে ই-ওয়ালেটে রূপান্তর করতে পারবে।

এর ফলে আইফোনটি কোনো পে সিস্টেমের কন্ট্যাক্ট প্যাডের সামনে ধরলেই লেনদেন সম্পন্ন হবে। এক কথায় ক্রেডিট কার্ডের বিকল্পই হতে যাচ্ছে আইফোন ৫। পাশাপাশি এই হ্যান্ডস্টটিতে ম্যাক অপারেটিং সিস্টেম থাকবে বলেই জানা গেছে। জানা গেছে, অ্যাপল এই গুজব বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে, যুক্তরাষ্ট্রে অ্যাপল বিশ্বের বৃহত্যম ডেটা সেন্টার স্থাপন করেছে যা ক্লাউড কম্পিউটিং এরই ইঙ্গিত করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।