আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনে স্ট্রোকে মৃত্যুহার বেশি!

সীমান্ত ঈগল : একজন স্বপ্নচারি মানুষ

ছুটির দিনে যেসব মানুষ মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তাদের অবস্থা সপ্তাহের অন্যদিন ভর্তি হওয়া রোগীদের চেয়ে বেশি খারাপ থাকে। সম্প্রতি এক গবেষণায় এ বিষয়টি ধরা পড়েছে। তবে এর কারণ এখনও স্পষ্ট নয়। কানাডীয় গবেষকরা এ বিষয়টি খুঁজে বের করেছেন। তাদের ধারণা, সপ্তাহের শেষ দিনে যারা মাঝারি মাত্রার মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন তারা সোমবার বা মঙ্গলবারের জন্য অপেক্ষা করে থাকেন। আর এটাই পরিস্থিতি খারাপ হওয়ার কারণ বলে তারা মনে করেন। গবেষকরা দেখেছেন, সপ্তাহের অন্যদিন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর চেয়ে ছুটির দিনে ভর্তি হওয়া রোগী মৃত্যুর হার ১২ শতাংশ বেশি। এর পেছনের কারণ কী- সে সম্পর্কে গবেষক ও টরোন্টো জেনারেল হাসপাতালের ডা. মইরা কাপ্রাল বলেন, সপ্তাহের অন্য দিন ও ছুটির দিনে সেবার মানের পার্থক্যের জন্য এটা হয়ে থাকতে পারে। সেই সঙ্গে তিনি বলেন, ’’উদাহরণ হিসেবে বলা যায়, ছুটির দিনে হাসপাতালে কর্মী সংখ্যা কম থাকতে পারে অথবা অনভিজ্ঞ কর্মী থাকার কারণে এমনটি হতে পারে।’’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।