আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জে সরকারী মুজিব কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ প্রকাশের অপরাধে ছাত্রলীগের ৫জন ও কলেজ থেকে ৭ ছাত্র বহিষ্কার



কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ প্রকাশ ও কলেজে সংর্ঘর্ষ করার অপরাধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারী মুজিব কলেজের ১ম ও ২য় বর্ষের ৭ছাত্রকে মঙ্গলবার কলেজ থেকে বহিষ্কার করে তাদেরকে নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ২য় বর্ষে ব্যবসায়ী শাখার ছাত্র সুলতান মাহমুদ হোসেন রকি, ১ম বর্ষের আছমা আক্তার কনিকা, আবদুল্লাহ আল ফাহাদ, মোঃ ফয়সাল, আকবর কবিরকে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিড়িও চিত্র প্রকাশ করার অপরাধে, শাহাদাত হোসেন সজল, সাইফুল ইসলাম মালেক সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ওই ঘটনায় সংর্ঘর্ষের অপরাধে বহিষ্কার করা হয়। সোমবার রাতে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় কঠোর সিদ্ধান্তে উপনিত হয়ে কলেজ ক্যাম্পাসে ইভটিজিংয়ের অপরাধে ছাত্রলীগের দলীয় পদ থেকে সুলতান মাহমুদ হোসেন রকি, শাহাদাত হোসেন সজল, তারিন, আবদুল্লাহ, জাবেদকে বহিষ্কার করা হয়েছে। সভায় ইভটিজিং কঠোর হস্তে দমন করার জন্য দলীয় নেতা কর্মীদেরকে অরো সচেতন হয়ে কাজ করার জন্য উপজেলা আ’লীগ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উপজেলা আ’লীগ সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক নুরনবী চৌধুরী, পৌরআ’লীগের সভাপতি মিজানুর রহমান সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জায়েদুল হক কচি, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক তানবির, কলেজ ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন বাদল প্রমূখ।

কলেজ সূত্র থেকে জানাযায়, সরকারী মুজিব কলেজের ছাত্রলীগ সমর্থিত ছাত্র সুলতান মাহমুদ হোসেন রকি, শাহাদাত হোসেন সজল, আবদুল্লাহ আল ফাহাদ, মোঃ ফয়সাল, আকবর কবিরসহ আরও কয়েকজন ছাত্র কলেজ ক্যাম্পাসে ১য় বর্ষের অধ্যায়নরত ছাত্রী আছমা আক্তার কনিকার ৫২ সেন্ডের আপত্তিকর ভিডিও ফুটেজ ২৬ অক্টোবর অনলাইন ফেজবুকে ছেড়ে দেয়। ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ায় এলাকায় সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়। এঘটনা তদন্তের জন্য কলেজ কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, কলেজের ইংরেজীর প্রভাষক আবু রায়হান মোঃ আল বেরুণী, রসায়নবিদ্যার প্রভাষক আবদুল কাদের, বাংলার প্রভাষক অশ্রুমনি সাহা। তদন্ত রিপোর্টে অপরাধী ৭জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

তদন্ত কমিটি তদন্ত করে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার পূর্বে সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আপত্তিকর ভিডিও ফুটেজ প্রকাশকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুফের মধ্যে সংর্ঘর্ষের ঘটনা ঘটে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.