আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাক গিয়ারও অচল !



মানুষ হবার স্বপ্ন নিয়ে এসেছিলাম ঢাকায় গ্রামের মানুষ সালাম করে, অবাক চোখে তাকায়। চমক দেখে ভাবছে ওরা কেউকেটা কেউ আমি; সেই কারণেই আমার সকল কাপড় চোপড় দামী। আসল খবর বঙ্গবাজার আমার শপিং মল ! তার গরমেই মাঞ্জা মারি দেখাই টাকার বল। মানুষ হবার স্বপ্ন আমার ট্রাফিক জ্যামের বলি। অনেক দু:খে সবার কাছে সেই কথাটাই বলি।

সময় মতো যাই না বলে ছাত্র গেছে চলে; টিউশনীর কামাই করার স্বপ্ন গেছে জলে। সময় মতো ভাইভা বোর্ডে হইনি বলে হাজির হয়নি আমার চাকরী যতোই মারছি উজির নাজির ! অনেক করে চাকরী নামের সোনার হরিণ পেলাম নিত্য দিনই লেট হয়েছে, আবার বেকার হলাম। সকল দু:খের উৎস ঢাকার ভয়াল ট্রাফিক জ্যাম; রোদের ভেতর আটকে থেকে ছুটতে থাকে ঘাম। এমন করুণ কষ্ট করেও সকল কাজেই ফেল ! সবাই রাখে মুখ ফিরিয়ে, যতোই মারি তেল। সবাই ভাবে মিথ্যে আমি দিচ্ছি জ্যামের দোষ; নিজেকে তাই বলছি, ব্যাটা নিজের আঙুল চোষ।

জ্যামের কাছে জিম্মি আমার জীবন ফানা ফানা; করোই কিছু যায় আসেনা চক্ষু থেকেও কানা ! সামনে যাওয়া বারণ ? তবে ব্যাক গিয়ারেই চলি ? পেছন দিকের রাস্তাও নেই দু:খ কোথায় বলি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।