আমাদের কথা খুঁজে নিন

   

বিপুল পরিমান জিহাদী বই এবং নাশকতার আশংকায় জামায়াত শিবির গ্রেফতার ।



বর্তমান সরকার জামায়াত শিবিরকে চাপে ফেলানোর জন্য যুদ্ধাপরাধ ইস্যু পরে অবশ্য সুর পাল্টে তা হয়েছে মানবতাবিরোধী ইস্যু । যাই হোক সরকার যখন দেখল জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ ইস্যু দিয়ে ঘায়েল করা যাচ্ছে না ঠিক সেই মুহুর্তে সরকারের ঘাড়ে চেপে বসা নাস্তিকরের পরামর্শে জামায়াত শিবিরকে জঙ্গী হিসেবে দেখানোর চেষ্টা চালানো হচ্ছে । যে কোন জায়গায় জামায়াত শিবির সভা বা দোয়া মাহফিলে সরকারের বাধ্য অনুগত পুলিশকে দিয়ে বোমা পিস্তল এবং জিহাদী বই নাটক সাজিয়ে জামায়াত শিবির নেতাদের গ্রেফতার করা হচ্ছে । এবং তাদেরকে রিমান্ডের নামে তাদের উপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে এই ডিজিটাল সরকার । এখন প্রশ্ন হল সরকার তো কোন বই নিষিদ্ধ করেনি এবং জামায়াত শিবির ও কোন নিষিদ্ধ সংগঠন নয় ।

তাহলে কেন জামায়াত শিবিরকে সভাসমাবেশ করতে দেয়া হচ্ছে না । সরকার আসলে এর মাধ্যমে দেশ থেকে দেশ থেকে কুরআন হাদীস ও ইসলামকে নিশ্চিন্ন করতে চায় । যার প্রমান পর্দা উপর আইন ধর্মহীন শিক্ষানিতি প্রণয়ন এবং বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকান্ডকে উত্সাহিত করা । যার দরুন দেশে এখন হত্যা রাহাজানি জেনা ব্যাভিচার ধর্ষন চাদাবাজি এবং ইভটিজিং ব্যাপক বিস্তার লাভ করেছে যা আইয়েমে জাহেলিয়াতের যুগকেও হার মানায় আর এর অধিকাংশই করছে সরকারী দলের ক্যাডারেরা । যে দেশে অধিকাংশই মুসলমান সুতরাং তাদের ঘরে কুরআন হাদিস এবং ইসলামী সাহিত্য থাকবেই ।

যদি সরকার এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে তবে এদেশের ইসলাম প্রিয় জনগন এই সরকারের পতনের আন্দোলনে শরিক হবে । যা সরকারের জন্য ভাল ফল বয়ে আনবেনা । তাই সরকারের উচিত ইসলাম নিয়ে বারাবাড়ি না করে ইসলামের পক্ষে হয়ে কাজ করা তাহলে দুনিয়াতে ও আখিরাতে মুক্তি মিলবে নচেত্ নয় । বর্তমানে বোমা ও জিহাদী বই নাটকের কথা হাস্যকর কথায় পরিনত হয়েছে । এসব উল্টা পাল্টা নাটক সাজিয়ে সরকার নিজেদের দুর্বলতাকে মানুষের সামনে প্রকাশ করছে ।

ইসলাম জয়ের অতিত ইতিহাস সাক্ষ্য দেয় যখনই আলেম ওলামাদের উপর অত্যাচার করা হয় এবং জুলূমের পরিমান বেড়ে যায় তখনই আল্লাহর আযাব সেই সমাজের উপর পরতে থাকে । নিশ্চয়ই আল্লাহ জুলুম ও সীমালংঘনকারীকে পছন্দ করেন না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.