আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন উপস্থিত



ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্তগুলো একেকটা রেলগাড়ির মত! আর রেল ইষ্টিশানগুলো হলো একেকটা জনপদ। সময় আর স্থানের ব্যবধানে অবস্থিত। ইষ্টিশনে ইষ্টিশনে, গাড়িতে গাড়িতে যোগাযোগ। জনে-জনে, মনে-প্রাণে হয় লেনদেন। - এই গাড়ি আসে, এই গাড়ি চলেও যায়।

গাড়ি নিয়ে আসে ইতিহাস গড়ার মাল-মসলা। থরে থরে সোনা রূপা হীরার চাকি। যারা বোঝে, যারা পারে নিয়ে নেয় দু’হাত ভরে। এরাই গড়ে ইতিহাস। এই গাড়ি আসে প্রাণের আকুতিতে, প্রাণের টানে।

আবার চলেও যায় দীর্ঘ শ্বাসের ধোঁয়া তুলে, যদি না পায় প্রাণের সাড়া। গাড়ি সময় ধরে আসে না, যায় কিন্তু সময় ধরে। - ইতিহাসের গাড়ি এখন বাংলাদেশের ইষ্টিশনে! তরুণের আহ্বানে, তারুণ্যের টানে। ইভ-টিজিং-এর বদনামে সংকুচিত হয়ো না, তরুণ। তোমার শত্রু তোমাকে বদনামের ভারে ন্যূব্জ করে রাখতে চায়।

অপমানের ভারে তোমার পা শিথিল করে দিতে চায়। তরুণ, জেগে ওঠ! ইতিহাসের এই গাড়ি ধরতে হবে তোমাকে। গাড়ি ভরা ভবিষ্যতের আলো দু’হাত ভরে নিতে হবে যে! তোমার প্রাণের উচ্ছ্বাসে সকল কালো তাড়িয়ে আলোর বন্যা বহাতে হবে তোমার চারপাশে। ইতিহাসের গাড়ি তোমার দুয়ারে সমাগত। তোমার জন্য অপেক্ষা করছে, তরুণ।

শুধু তোমার জন্য! সকল শৃঙ্খল ছিঁড়ে বেরিয়ে এসে চিৎকার করে বলো, আমি এই অন্ধকার চাই না! এই বর্বরতা আমার প্রাপ্য নয়! বলো, হে সময়, ফিরিয়ে দাও আমার হারানো শৈশব! নিরাপদ কর আমার ভবিষ্যত! হ্যাঁ, তরুণ! আলোর তীর-ধনু নিয়ে এসে গেছে সময়ের ট্রেন তোমার আপন ইষ্টিশনে। তাকে হারাবার আগে দু’হাতে তুলে নাও আলোর তীর-ধনু। ছুঁড়ে মার নিকষ কালো দুরাত্মার দিকে। আলোর বিপ্লবে তোমার মাতৃভূমিকে কর উদ্ভাসিত; সোনালী ভবিষ্যতের উজ্জ্বলতায়। হ্যাঁ তরুণ, তোমাকেই আবার গড়তে হবে ইতিহাস! তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য! সেই সময়, এই এখন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.