আমাদের কথা খুঁজে নিন

   

শুরুতেই আফসোস...

যান্ত্রিক সময়ের প্রতি কিছুটা বিতৃষ্ণা থাকলেও মাঝে মাঝে মনে হয় যন্ত্রের যন্ত্রণা ছাড়া মানুষ চলতে পারবে না। সে জন্যই হয়তো জীবনের চাকা চালাতে যন্ত্রপাতির পেশাই বেছে নিয়েছি।

দীর্ঘ সময় চেষ্টা করেও একটা পছন্দসই আইডি পেলাম না। যে আইডিই দেই না কেন সামু বলে- মামু আরেকটা ট্রাই করো! বুঝলাম, সামু তার মামুদের সংখ্যা হয়তো নিজেও জানে না! এটা এক দিয়ে গর্বের বিষয় যে একটা বাংলা ব্লগের এতোটা জনপ্রিয়তা যে, বহু আনকমন আইডিও চেষ্টা করে পাওয়া যায় নি। আরেক দিক থেকে আমার মতো কিছু পাবলিকের মনোকষ্ট!! পছন্দসই আইডি পেলাম না।

আহা! এই আফসোস কবে হাপিশ হবে। যাক, ভুলে যাই। তাতেই মঙ্গল। যন্ত্রপাতি নিয়ে সারাদিন কাজ করতে করতে নিজেকে যখন যন্ত্রেরই একটা অংশ মনে হয়, তখন ভাবি একটু লিখি। দেখি মনের সব আর্গলগুলোতে জং ধরে গেছে কি-না।

লেখক হিসেবে আমি মোটেই সুবিধের না। আবোল-তাবোল লিখে বন্ধুমহলে বেশ হাসির খোরাক হই প্রায়-সময়ই। মজা করে ওরা প্রায়ই আমাকে পাবনা (!) পাঠাতে চায়। সামুর ব্লগাররা আমার সেসব অখাদ্যকে কীভাবে গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয় । আজ এতটুকুই থাকুক।

"লেখা হবে তখন সামু মামুর সাথে আবার দেখা হবে যখন !" ভাল থাকুন সবাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।