আমাদের কথা খুঁজে নিন

   

শুরুতেই জয় চান মুশফিক

সাধারণত গাম্ভীর্যের খোলসে ঢাকা থাকে টাইগার অধিনায়কের ব্যক্তিত্ব। কৌতুকময় হাসি হাসি মুখ তার ক্বচিৎ দেখা যায়। গতকাল দেখা গেল ভিন্ন এক রূপ। সদ্য বাগদান সম্পন্ন হয়েছে বলেই হয়তো, ভেতরের আনন্দটাকে সংবাদ সম্মেলনে এসেও লুকোতে পারলেন না। উজ্জ্বল মুখে লেগেছিল লাজুক হাসি! বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিককে এ নিয়ে তেমন কোনো প্রশ্ন করা হলো না।

তবে মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষের সব সাংবাদিকের মনের কথাই বুঝতে পারছিলেন হয়তো মুশফিকুর রহিম। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচই বিষয়টাকে আড়ালে ঠেলে দিল। আজ মিরপুরে দিবা/রাত্রির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের এই সিরিজ।

যে কোনো সিরিজের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের জন্য তো বটেই, আত্দবিশ্বাস ধরে রাখার জন্যও।

অধিনায়ক মুশফিক বিষয়টিকে আরও বিস্তারিত বললেন। 'শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। কাল (আজ) জিততে পারলে আমরা অনেক এগিয়ে যাব। আমরা আত্দবিশ্বাসী। কারণ, তাদের এর আগে ৪-০ ব্যবধানে হারিয়েছি।

তবে এ ঘটনার পর প্রায় তিনটি বছর পার হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছুই বদলেছে। ' গত তিন বছরে নিউজিল্যান্ড ক্রিকেটের যেমন অনেক কিছু বদলেছে, তেমনি বাংলাদেশ ক্রিকেটেও এসেছে অনেক পরিবর্তন। নিউজিল্যান্ডের অনেক তারকাই রয়েছে, যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। মুশফিক বলছেন, 'তাদের মতো আমাদেরও অনেক পারফরমার রয়েছে।

ম্যাচ উইনার আমাদেরও অনেক রয়েছে। এ ছাড়া এখন আমাদের হাতে অপশনও অনেক। ' সদ্যই টেস্ট সিরিজ শেষ হয়েছে। এ সিরিজটা ড্র হলেও বাংলাদেশের প্রাপ্তি কিউইদের চেয়ে অনেক বেশি। তবে বাস্তবতা স্বীকার করছেন মুশফিক।

'ওরা (নিউজিল্যান্ড) টেস্টের চেয়ে ওয়ানডেতে অনেক শক্তিশালী দল। আমাদের সতর্ক হয়েই খেলতে হবে। ' মিরপুরের মাঠে অবশ্য টাইগারদের কিছুটা ভয়ই পেতে পারে নিউজিল্যান্ড। এ মাঠে দুই দলের ছয়বারের লড়াইয়ে পাঁচবারই জিতেছে টাইগাররা! পরিসংখ্যানটা কিউইদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য যথেষ্ট।

বাংলাদেশ আজ দল সাজাবে কেমন করে! বরাবরের মতোই থাকবে স্পিনারদের প্রাধান্য।

মাশরাফি দলে থাকছেন। তার সঙ্গে পেসার হিসেবে হয়তো রুবেলও থাকবেন। এমনকি শফিউলের পরিবর্তে দলে স্থান পাওয়া আল আমিনের ওয়ানডে অভিষেকটাও হয়ে যেতে পারে আজ। তবে স্পিনার অলরাউন্ডার হিসেবে আজ দলে থাকছেন রিয়াদ। এ ছাড়া সাকিব, রাজ্জাক ও সোহাগ গাজী তো রয়েছেনই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা অবশ্য টাইগারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মূল তারকাদের তিনজনই ভুগছেন জ্বরে- অধিনায়ক মুশফিক, সাকিব ও মুমিনুল। মুমিনুলের জ্বর ভালো হয়ে গেলেও বাকি দুজন এখনো ভুগছেন। মুশফিক অবশ্য বলছেন, 'আশা করছি আগামীকালের (আজ) মধ্যেই সবাই পূর্ণ ফিট হয়ে যাবে। আর দলের প্রয়োজনে কেউ না কেউ ঠিকই দাঁড়িয়ে যাবে।

'

বিরোধী দলের হরতাল চলছে। তারা ঘোষণা দিয়েছে, খেলা হরতালের আওতামুক্ত। কিন্তু এই আওতাটা যে কতটা মুক্ত তা বলা মুশকিল। ক্রিকেটভক্তরা বাড়ি থেকে মাঠে যাবেন কীভাবে! গাড়িতে কি লাগিয়ে রাখবেন- 'আমরা ম্যাচ দেখতে যাচ্ছি'! হরতালের পরও মিরপুরে দর্শক হয়তো কম হবে না। দূরের দর্শক আসতে ব্যর্থ হলেও নিকটের ভক্তরাই স্টেডিয়াম পূর্ণ করে দেবেন।

কিন্তু দূরের দর্শকদের আফসোসটা তো থেকেই যাচ্ছে। অধিনায়ক মুশফিক সংবাদ সম্মেলন শেষ করার ঠিক আগমুহূর্তে বললেন, 'আশা করছি রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধান হবে। আর ক্রিকেটভক্তরা নিশ্চিন্তে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন। ' মুশফিকের এই আহ্বানে রাজনৈতিক নেতারা সাড়া দিলেই হয়!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।