আমাদের কথা খুঁজে নিন

   

শুরুতেই কঠিন পরীক্ষায় হকি দল

খেলা হবে মালয়শিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ওমানের বিপক্ষে ২৬ এবং ভারতের বিপক্ষে ২৮ অগাস্ট। শনিবার মালয়শিয়া থেকে বাংলাদেশ দলের কোচ নাভিদ আলম টেলিফোনে জানান, “দক্ষিণ কোরিয়া আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। তাই তাদের বিপক্ষে আমরা রক্ষণাত্মক খেলার পরিকল্পনা নিয়ে নামবো। রক্ষণভাগ শক্ত করে পাল্টা আক্রমণ নির্ভর কৌশল অবলম্বন করবো আমরা।

” নিজের দল সম্পর্কে নাভিদ বলেন, “মালয়শিয়ার আবহাওয়ার সঙ্গে শুরুতে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে আমাদের। তাছাড়া আমাদের খেলোয়াড়রা হলুদ বল ও নীল টার্ফে খেলতেও অভ্যস্ত নয়। তবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুবাদে তারা নিজেদের খানিকটা মানিয়ে নিয়েছে। দলে কোনো চোট সমস্যা নেই। পূর্ণ শক্তির দল নিয়েই আমরা কোরিয়ার মুখোমুখি হচ্ছি।

” প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৫-০ গোলে হেরে গেলেও পরেরটিতে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।