আমাদের কথা খুঁজে নিন

   

সনেট ৩ (শুরুতেই শেষ)

আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । তারা দুজন পছন্দ করে দুজনকে তাইতো কথা হয় প্রতি রাতে হটাৎ বন্ধ হল কথা মেয়েটি ছাড়ল ভার্সিটি তাই ছেলেটির মনে ব্যাথা ব্যাথা থেকে অনুভূতি আর তা থেকেই এই ছনেটের উৎপত্তি………………… সনেট ৩ (শুরুতেই শেষ) ভিন্ন শাঁখে ভিন্ন ফুল; তারা তো ব্যাকুল, একে অন্যের মন-আননের মায়ায়। হলো যেন উত্তাল, সমুদ্রের দুকূল- দু-পুষ্পে বুক বাধে নব এক আশায়। তারা কি প্রেমে পড়েছে একে অপরের ? একেছে কোন আল্পনা রঙ্গিন দৃষ্টিতে ? অবশ্যয়ই ! কিন্তু তা অজান্তে মনের ! কত ভালোবাসা! কতো কথা প্রতি রাতে ! হটাৎ বৈরী বাতাসে দুঃখের সুর বাজে, কাননে ফুল ফুটে আবার ঝরে গেল, ফুল বীণে শাঁখা, কীইবা আসবে কাজে ? এভাবেই দুটি হৃদয় অকালে ঝরে গেল সেই দুটি ফুল “ড়াডঘিদা” ও মাসুম, তাদের দুঃখে দুঃখী হয়ে আমি নির্ঘুম । সনেট-৩ (Shakespearean) হাসান আল মাহমুদ ০৫/১১/১১ (০২ : ২২ am)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।