আমাদের কথা খুঁজে নিন

   

তোমার মৃত্যু আমায় অপরাধী করে দেয়

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই...

হুমায়ুন আজাদ, তোমার মৃত্যু আমায় অপরাধী করে দেয়; শুধু তুমি নেই বলেই সভ্য সমাজে আজ আমি ও আমার মত ভণ্ড শব্দবেশ্যারা পায় কবির খেতাব। রাষ্ট্র আমাদের দেয় পদ্ম ভূষণ, বিদেশী কাগজে ছাপায় আবর্জনা। তুমি বেঁচে থাকলে কলমের খোঁচায় এফোঁড় ওফোঁড় করতে আমার কবিতা লেখার দুঃসাহস। থাকলে দেখে যেতে পারতে হাজার খানেক ব্লগার বারবার তোমার কথাই ঘুরিয়ে ফিরিয়ে লিখছে। "আমি পাকিস্তানকে ঘৃণা করি, যখন তারা ফুল নিয়ে আসে তখনও......" কিংবা "শিশুরা কালসাপ চেনে কিন্তু বাঙালী জামাত চেনেনি......" তবে হুমায়ুন, যদি তুমি আমাদের ছেড়ে চলে না যেতে তাহলে হয়ত এবার সত্যিই জামাতকে বিদায় করতে পারতাম চিরতরে, আফসোস বাঙালী আজাদ চেনেনি, একশ বছর পরেও চিনবে না .........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.