আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে পেটেন্ট মামলায় অ্যাপল জয়ী

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে (ইউএসআইটিসি) মোবাইল কি পেটেন্টে জয়ী হয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে ২০১১ সাল থেকে এ নিয়ে মামলা চলছিল। রায়ে প্রমাণিত হয়েছে, স্যামসাং অ্যাপলের কি অনুকরণে নিজেদের মোবাইল ফোন, মিডিয়া প্লেয়ার ও ট্যাবলেটে কি তৈরি করেছে। রায় অনুযায়ী ইউএসআইটিসি স্যামসাংয়ের এসব পণ্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করারও নির্দেশ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ রায়ের বিস্তারিত পড়ার পরই তা কার্যকর হবে।


এ রায়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে স্যামসাং। এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, ইউএসআইটিসির এমন রায় ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু হয়নি। স্মার্টফোনের বাজারের বিষয়গুলো আদালতে সমাধান না হয়ে প্রতিযোগিতামূলক বাজারে হলে সবচেয়ে বেশি ভালো হয় বলেও উল্লেখ করা হয়। রায়ের পর জাপান, কোরিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও ক্যালিফোর্নিয়াতেও একই কি পেটেন্ট ব্যবহারের মাধ্যমে স্যামসাং পণ্যের উৎপাদনের নিষেধাজ্ঞা আসতে পারে।
মূলত টাচস্ক্রিন প্রযুক্তি, যা ‘স্টিভ জবস পেটেন্ট’ নামে পরিচিত এবং অডিও সকেট যন্ত্রের পেটেন্ট নিয়েই আদালতে যায় বিশ্বসেরা দুই প্রযুক্তিপ্রতিষ্ঠান।

অবশেষে সেই মামলার রায় হয়েছে। মেধাস্বত্ব বিষয়ের গবেষক ফ্লোরিয়ান মিউলার এ রায়ের ব্যাপারে বলেন, এটা অ্যাপলের জন্য বড় একটি জয়। কারণ স্টিভ জবসের পেটেন্ট অবশেষে নিজেদের করে নিতে পেরেছে অ্যাপল।
বিভিন্ন ধরনের পেটেন্ট নিয়ে ১০টি দেশে মামলা চলছে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে। গত বছর অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষে যাওয়ার পরই মামলাগুলোর বিষয়ে নিজেদের তৎপরতা বাড়ায় অ্যাপল।


—বিবিসি অবলম্বনে কাজী আলম।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.