আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েলের ঘোষণায় আলোচনা ভেস্তে যাবে না: কেরি

কলোম্বিয়া সফরকালে সোমবার রাজধানী বোগোটায় এক সংবাদ সম্মেলনে কেরি ইসরায়েলের বসতবাড়ি নির্মাণের ঘোষণায় ফিলিস্তিনকে ‘বিরূপ প্রতিক্রিয়া না দেখানো’র আহ্বান জানান। ইসরায়েলের এ ঘোষণা প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করলেও কেরি জোর দিয়ে এও বলেন, ওয়াশিংটন এ বাড়ি নির্মাণকে অবৈধ বলেই বিবেচনা করে এবং ইসরায়েলকেও সেকথা পরিস্কার করেই জানিয়ে দেয়া হয়েছে। ইসরায়েল সরকার তাদের নাগরিকদের জন্য পূর্ব জেরুজালেমে নতুন করে ৭৯৩ টি এবং পশ্চিম তীরে ৩৯৪ টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে। শান্তি আলোচনায় এর প্রভাব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথাগুলো বলেন কেরি। বিষয়টি শান্তি আলোচনায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেও তিনি আশা প্রকাশ করেন । ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রথম দফা বৈঠকের পর বুধবার জেরুজালেমে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন বসতি নির্মাণের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে৷ যদিও শান্তি আলোচনার চুক্তি হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে৷ দীর্ঘদিন ধরে আটক ২৬ ফিলিস্তিনি বন্দিকে মঙ্গলবারই মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে কেরি আলোচনায় বসাটাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছেন, এখন জরুরি হচ্ছে খুব শিগগিরি আলোচনার টেবিলে বসে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নানা প্রশ্নের সমাধান খোঁজা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.