আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের সঙ্গে যোগাযোগ নেই কৃষি কর্মকর্তাদú

বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন ১১ জেলায় নিয়োজিত এক হাজার ৫৭৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে যোগাযোগ নেই। ফসল উৎপাদনে পরামর্শ এবং খেতের ফসল যথাযথভাবে ঘরে তোলার জন্য সার্বক্ষণিক তদারকি করার কথা থাকলেও তারা সেই দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। কৃষকরা নিজস্ব জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে ফসল উৎপাদন করে আসছেন। অন্যদিকে কৃষকের কোনো উপকার না করে কাগুজে প্রতিবেদন তৈরি করে বেতন-ভাতা উত্তোলন করছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা।

বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ নিয়ে বরিশাল কৃষি অঞ্চল গঠিত। এসব কৃষি এলাকায় বছরে রবি, খরিপ-১ ও খরিপ-২ নামে ৩টি মৌসুম রয়েছে। রবি মৌসুমে বোরো, খরিপ-১ মৌসুমে আউশ এবং খরিপ-২ মৌসুম হচ্ছে রোপা আমনের সময়। বর্তমানে চলছে খরিপ-২ মৌসুম। এ ছাড়া প্রত্যেক মৌসুমে শাক-সবজিসহ কৃষক বিভিন্ন ফসল উৎপাদন করছেন। কৃষকের সুবিধার্থে চাষযোগ্য জমি এবং কৃষক পরিবারের ওপর ভিত্তি করেই কোনো ইউনিয়নে চারজন, কোনো ইউনিয়নে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। কৃষকদের ফসল উৎপাদনে পরামর্শ দেওয়াই ওইসব কর্মকর্তার কাজ। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন না করলেও কৃষি কর্মকর্তারা কাগুজে প্রতিবেদন প্রতি সপ্তাহে উপজেলা কৃষি অফিসে জমা দেন। একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার থেকে তাদের যে সুযোগ-সুবিধা দেওয়ার কথা তা তারা পাচ্ছেন না। তারপরও তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাদের প্রধান সমস্যা যাতায়াত। দূর-দূরান্তে যেতে তাদের কোনো ভাতা দেওয়া হয় না। দেওয়া হয় না যানবাহন। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেবাংশ কুমার সাহা বলেন, ১১ জেলার কথা তিনি বলতে পারবেন না। বরিশাল জেলায় যারা কর্মরত রয়েছেন তারা আন্তরিকভাবেই কাজ করছেন। তবে এখন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুর্নবাসন ও ব্যাংকের হিসাব খোলার কাজে ব্যস্ত থাকায় আপাতত কিছুটা সমস্যা হতে পারে বলে তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.