আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রীয় মো: আবদুল জব্বারের কিছু গান ( পর্ব ২ )

গ্রামীণ সমাজের বাস্তবতা আর অশ্লীলতার বিপক্ষে অবস্থান।

১. কি গান শুনাব ওগো বন্ধু মানুষে নেই মানবতা বুঝে না কেউ কারো ব্যাথা আধারে ঢেকে আছে শুধু... ২. এই আঁকা বাঁকা পথ পেরিয়ে চল যাই মোরা দুজনে ..... ৩.নীরব পৃথিবী দুয়ারে তোমার রয়েছি দু হাত পেতে যে আগুনে পুড়ি তারে নি ছেড়ে পারিনা কভু যেতে... ৪.ঘুরে এলাম কত দেখে এলাম অসংখ্য গায়ের ঠিকানা পেলাম আমার গায়ের মত কভু দেখিনি সে যে আমার জন্মভুমি.... ৫.কে যেন আমায় ডাকে প্রীয় নাম ধরে আঁখি জলে ভরে চোঁখ তারই তরে..... ৬.তবে কিযে হত আমি জানিনা আমার এ চোঁখ দুটি আয়না করে তোমার ছবিটি দেখতে দৃষ্টি আমার ওগো তোমার পানে কিছুক্ষন যদি ধরে রাখতে... ৭.আমার সে প্রেম আমাকে ফিরিয়ে দাও.... ৮.পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এত সংঘাত মানুষের বুকে মানুষেই করে নিষ্ঠুর কসাঘাত.. ৯.শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষনিক দেখা একি শুধু অভিনয়.. ১০.হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাড়িয়ে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।