আমাদের কথা খুঁজে নিন

   

আমার একটা প্রীয় লেখার রিপোস্ট ।

আমি আমার সম্পর্কে জানতে চাই, আমার গবেষনা এখনও চলছে । অনেক আগে লিখেছিলাম লেখাটা । আজ পড়তে গিয়ে ভালো লাগলো তাই রিপোস্ট করলাম । স্যার ঠিক এক হাজার বছর পর আপনাকে জাগিয়ে তোলা হয়েছে । এক হাজার বছর কি বলেন ? হা ।

আপনার সমস্ত ইতিহাস বিশাল এই বইতে লেখা আছে । ডিজিটাল কোন মাধ্যমে লেখা হলে তা বোধহয় আর পাঠউদ্ধার করা সম্ভব হতো না । প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে । ভাষা ও তো পরিবর্তন হওয়ার কথা আপনি তো সুন্দর বাংলায় কথা বলছেন ! কি বলছেন স্যার ! আর যাই হোক বাঙ্গালী ভাষার কোন অমর্যাদা হতে দেই নি। তারা বাংলা কে বিশেষ স্থানে নিয়ে গেছে ।

আপনি জেনে খুশী হবেন বাংলা এখন আন্তর্জাতিক ভাষা ? কিভাবে সম্ভব ? জী স্যার । শুধু তাই নয় পৃথিবীর সবাই অন্য কোন ভাষা নয় বাংলাতেই কথা বলে । ইংরেজি, হিন্দি উর্দু, চাইনিজ সব ভাষাই বিলুপ্ত হয়ে গেছে । আপনাদের রেখে যাওয়া ইতিহাস না দেখলে আজ কেউ বিস্বাশ ই করতো না এই সব কথা ............ বলেন কি কিভাবে সম্বব ! হা স্যার , আপনাদের সময়কার বিজ্ঞানীরা মনে করতেন বাংলাদেশ একদিন তলিয়ে যাবে সমুদ্র গর্ভে কিন্তু তা কিন্তু হয়নি । তাহলে ? স্যার আপনি এখন খোদ ঢাকা শহরে বসে আছেন ।

এটা নিশ্চই জানেন বাংলাদেশ ছিল একটা ভুমিকম্পন প্রবন এলাকা ? হা তার পর ? পুরো পৃথিবী জুরে একটা বিশাল ভুমি কম্প হয়েছিল ২০১৩ সালে । তার ফলে অনেক গুলো ভুখন্ড এক হয়ে মিশে যায় বাংলাদেশের সাথে । বাংলাদেশ এখন বিশাল ভুখন্ড । যদিও পুরা পৃথিবী এখন বাংলাদেশ । অনেক মহাদেশ এখন একাকার হয়ে গেছে ।

পৃথিবীর সবকিছু এখন নিয়ন্ত্রন করা হয় ঢাকা থেকে বাংলাদেশই শাসন করছে পুরো বিশ্ব । যদিও শাসন করা আপনারা যা বুঝতেন এখন সেরকম কিছু নাই । আমরা সবাই রাজা আমদের এই রাজার রাজত্বে । এখানে সব সয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত হয় যেভা প্রগ্রাম করা আছে সে অনুযায়ী । এর কোন ব্যাতিক্রম হয়নি আজ পর্যন্ত ।

আইন আদালত যা আছে সবই চলে কিছু মেশিন এর মাধ্যমে । কেউ কোন অপরাধ করলে সয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত মেশিন তাকে ধরে কঠোর শাস্থি দেয় । এর ফলে অপরাধ প্রবনতা এখন অনেক কম । যাহোক স্যার আপনি বিশ্রাম করুন পরে অনেক কিছু জানতে পারবেন আজ এ পর্যন্তই , আমাদের হিসাব বলছে এর বেশি লোড আপনার মস্তিস্ক নিতে পারবে না বাকিটা অন্য কোনদিন বলবো । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.