আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -১৬৬ (ডডনং)



অঙ্কের '৬৬ নং' থেকে বাংলায় ডডনং শব্দটি ভুলবশত সৃষ্টি হতে পারে। লোকশ্রুতি রয়েছে, '৬৬ নং কলিকাতাকে মূর্খতা ও নির্বুদ্ধিতাবশত অথবা আকৃতিগত সাদৃশ্যের কারণে জনৈক ব্যক্তি ৬৬ নং কলিকাতাকে 'ডডনং কলিকাতা' পড়েছিল। আর এ লোকশ্রুতি থেকে বাংলায় মূর্খ, উদাসীন, নির্বোধ, অমনোযোগী অর্থে ডডনং শব্দটি চালু হয়ে যায় (পড়াশুনায় এতই ডডনং ও আকাট মূর্খ ছিল যে তাকেই আমার মাষ্টারি জীবনে বকাঝকা করেছি সবচেয়ে বেশি - শবনম,সৈয়দ মুজতবা আলী; তারপর বাঁ হাত উপরে দিকে তুলে ভরত-নাট্যম কায়দায়পদ্মফুল ফোঁটাবার মুদ্রা দেখিয়ে বোঝাবার চেষ্টা করলুম 'ডডনং' - মণি, সৈয়দ মুজতবা আলী)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।