আমাদের কথা খুঁজে নিন

   

পার্বতীপুর রেল স্টেশন থেকে দুটি অত্যাধুনিক ডেমু ট্রেন চলাচল শুরু

পার্বতীপুর রেল স্টেশন থেকে ঠাকুরগাঁও এবং পার্বতীপুর থেকে লালমনিরহাট স্টেশনের মধ্যে দু’টি অত্যাধুনিক ডেমু ট্রেন চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পার্বতীপুর হতে পরীক্ষামূলকভাবে চীনের নির্মিত ডেমু ট্রেন দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্টেশন সুপারিনটেনডেন্ট দিনাজপুর গোলাম মোস্তফা, স্টেশন মাষ্টার মাসুদ পারভেজ ডিএসই রেজাউল করিম (লালমনিরহাট) প্রধান নির্বাহী কেন্দ্রীয় লোক মেডিক কারখানা পার্বতীপুর মোঃ হাসান মঞ্জুর, ডিএ রেলওয়ে লালমনিরহাট আসাদুল হক এবং আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পুলিশ ওসি গুলজার হোসেন।

রেলওয়ের সূত্র জানায়, আজ বৃহষ্পতিবার সকাল ১০ টায় পার্বতীপুর থেকে ঠাকুরগাঁগামী প্রথম ডেমু ট্রেনটি পরীক্ষামূলক (ট্র্যায়াল রান) যাত্রা শুরু করেছে। এরপর পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত অপর ডেমু ট্রেনটি পরীক্ষামূলক যাত্রা শুরু করে।

পার্বতীপুর স্টেশন মাস্টার শেখ আব্দুল জব্বার বলেন, ডেমু ট্রেনের দুই পাশে দু’টি ইঞ্জিন রয়েছে। ৩টি কোচ নিয়ে ডেমু ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা ৩শ’ জন। এর মধ্যে দুই পাশে দু’টি ইঞ্জিনসহ পুরো ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা ৩শ’ জন।   পরীক্ষামূলক অত্যাধুনিক ডেমু ট্রেনের গতি ঘন্টায় ৬০ থেকে ৮০ কিঃ মিঃ।

ডিভিশনাল রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, ট্রেনটি পরীক্ষামূলকভাবে পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছে।

পরবর্তীতে সময়সুচী যাত্রী সাধারণকে জানানো হবে।

পার্বতীপুরের যাত্রী আব্দুল মজিদ বলেন, ট্রেনটি খুবই অত্যাধুনিক এবং যাত্রাও আরাম দায়ক। তবে টয়লেট ও বাতাসের ব্যবস্থা ভাল হলে যাত্রীরা যাত্রাকালীন আনন্দ উপভোগ করতে পারবে।

এদিকে অত্যাধুনিক হওয়া সত্ত্বেও যাত্রীরা অভিযোগ করে বলেন, ট্রেনে টয়লেট না থাকায় এবং বাতাস ঠিকমত না পাওয়াতে যাত্রী সাধারণের সমস্যা হচ্ছে।  



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.