আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -১৬১ (চুটকি)



সংস্কৃত 'ছোটিকা' থেকে বাংলায় চুটকি শব্দটি এসেছে। চুটকী বানানটাও শুদ্ধ। ছোটিকা মানে অঙ্গুলি-ধ্বনি, তুড়ি শব্দ। বিশেষ্য হিসেবে চুটকি শব্দটি নানা অর্থ বহন করে। কিন্তু এসব অর্থের প্রয়োগ এখন চোখে পড়ে না।

বিশেষেণ হিসেবে চুটকি মানে সামান্য, তুচ্ছ, লঘু। আর লঘু অর্থে চুটকি শব্দটি এখন প্রচলিত। অবশ্য চুটকি শব্দটি দিয়ে এখন কৌতুকই নির্দেশিত হয়। বিশেষ্য পদ হিসেবে চুটকি মানে স্ত্রীলোকের পায়ের আঙ্গুলের আংটি বিশেষ যাতে কড়াই গাঁথা থাকায় হাঁটা বা নড়াচড়া সময় তুড়ির মতো শব্দ হয়। এ চুটকি এসেছে হিন্দি ও গুটরাটি 'চুটকী' থেকে।

দীনবন্ধু মিত্র তাঁর 'জামাই বারিক' গ্রন্থে লিখেছেন 'তোমার চরণে চুটকী হয়ে পড়ে আছি'। তিনি আরও লিখেছেন, 'চটুল চরণে চুটকী পরিয়া খেমটাওয়ালী নাচে'। অন্যদিকে নন্দলাল বসু লিখেছেন, 'লক্ষী পা রাখেন শতদল পদ্মের উপর আবার পায়ের আঙ্গুলে পেঁয়াজকলীর চুটকি পরেন'। তুড়ি, চিমটি, তুড়ির বাদ্যের তালে গেয় লঘু সুরের গীত অর্থে চুটকি শব্দটি এক সময় চালু ছিল। কৌতুক বা হাস্যরসাত্মক কথা অর্থে আমরা এখন চুটকি শব্দটি আমরা বেশি ব্যবহার করি।

আরেক তথ্যে দেখা যায়, সংস্কৃত চটক থেকে 'চটকি' এবং 'চুটকি' শব্দটির জন্ম। চটক মানে 'যা চট করে চোখে লাগে বা মনে ধরে'। আর চটকি মানে 'যা চট করে মনে ধরে'। চুটকির অর্থও চটকির মতো। সংস্কৃত 'চুটিকা' বা হিন্দি 'চোটী' থেকেও বাংলায় 'চুটকি' শব্দটি এসেছে।

এ চুটকির অর্থ টিকি, মাথার চুলের শিখা বা চৈতন্য স্থানের শিখা (তার পাঁচ পোয়া পরিমিত চৈতন চুটকিটা ভেকছানা সম - কাজী নজরুল ইসলাম)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।