আমাদের কথা খুঁজে নিন

   

শখের মুল্য এমুন হবে জান্তাম্না জেনে নিন সবচেয়ে দামী প্রাণীর মুল্য

De Brazza’s Monkey সেন্ট্রাল আফ্রিকার বাঁশ আর পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় De Brazza’s Monkey , ফ্রান্সের পর্যটক Pierre Savorgnan de Brazza এর নামানুসারে রাখা হয়েছে প্রাণীটির নাম। গড় আয়ু ২২ বছর,ছোট ছোট দলে চলাচলকারী বানরটি খুঁজে পাওয়া বেশ কষ্টকর কারণ তাদের গতি আর পালানোর দক্ষতা বেশ। কোথাও পাওয়া গেলে দাম পড়ে ১০,০০০ ডলারের বেশী। Toucan দেখতে খুবই সুন্দর পাখি Toucan এর আবাসস্থল হল Southern Mexico, Central, South American, and Caribbean region,তাদের লম্বা ঠোঁটটি খুবই কালারফুল এবং পা ২টি ছোট হলেও খুবই শক্তিশালি। কিনতে গেলে দাম পড়বে ৫,০০০ থেকে ১০,০০০ ডলার।

Hyacinth Macaw দুনিয়ার সবথেকে বড় flying parrot হল Hyacinth Macaw , বসবাস হল central and eastern South America তে। নানা ধরণের ফলমূল তাদের খুবই প্রিয় বিশেষ করে Pine nuts খুবই পছন্দের। তাদের ঠোট অনেক শক্ত,বলা হয় তারা নারকেল ছিলে খেতে পারে। প্রতিটি পাখি বিক্রি হয় ১৪,০০০ ডলার করে। Palm Cockatoo ২২ থেকে ২৪ ইঞ্চি লম্বা আর ৯০০ থেকে ১২০০ গ্রাম ওজনের Palm Cockatoo হল monotypic species এর একমাত্র সদস্য।

দাম হল প্রতিটির ১৬,০০০ ডলার। Stag Beetle ২ থেকে ৩ ইঞ্চি লম্বা এই Stag Beetle পোকাটা বিখ্যাত তার রক্ত বর্ণের হুলের মত অংশের জন্য যা মাথার ভিতর থেকে বের হওয়া থাকে। জাপানের একজন বিক্রেতা ৩ ইঞ্চি লম্বা একটা পোকা বিক্রি করেছিল ৮৯,০০০ ডলারে। White Lion Cubs সাউথ আফ্রিকার The white lions খুবই বিরল প্রজাতির পশু। Global White Lion Protection Trust এর মতে সারা দুনিয়ায় ৩০০ টির মতে White Lion রয়েছে।

আফ্রিকার অনেক দেশে খুব জোর প্রচেষ্টা চালান হচ্ছে এটার বংশ বৃদ্ধির জন্য। একটি White Lion এর বাচ্চার দাম পড়ে ১,৩৮,০০০ ডলারের মত। Sir Lancelot Encore ফ্লোরিডার Edgar and Nina দম্পতি খুবই ভালবাসত তাদের পোষা কুকুর Lancelot কে। ২০০৮ সালে মারা যায় কুকুরটি। মারা যাবার আগে সংগ্রহ করে রাখা DNA দিয়ে ক্লোন করা হয় আরেকটি Lancelot, San Francisco তে এক অকশনে কুকুরটির দাম ওঠে ১,৫৫,০০০ ডলার।

Tibetan Mastiff খুব প্রাচীন নামকরা কুকুরের জাত হল Tibetan Mastiff যাকে বলা হয় one of the big breeds of dogs ,এটা super guard dogs নামেও পরিচিত। এক একটি Tibetan Mastiff এর দাম পড়ে ৫,৮২,০০০ ডলার। Missy কানাডার Ontario তে ১.২ মিলিয়নে বিক্রি হওয়া সাদা কালো রংয়ের Holstein Cow হল Miss Missy ,২০০৯ সালে Western Fall National Show North America তে সেরা গরু হওয়ায় রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয় Miss Missy Green Monkey ২০০৮ সালের ১২ঈ ফেব্রুয়ারি অবসরে যাওয়া রেসের ঘোড়া Green Monkey পৃথিবীর সবথেকে বেশী দামে বিক্রি হওয়া প্রাণী। Demi O’Byrne দুই বছর বয়সী ঘোড়াটিকে কিনে নেন ১,৬০,০০,০০০ ডলারে। পর পর দুইবার Kentucky Derby জয় করে Green Monkey  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।