আমাদের কথা খুঁজে নিন

   

এমুন খুশি এমুন খুশি আমি কোথায় রাখি



আমার ব্লগ জীবনে এমন খুশির দিন আর আসে নাই। আমি খুশি রাখার জায়গা খুজে পাচ্ছি না। কারো কাছে খালি কোন পাত্র থাকলে দয়া করে ধার দিয়েন। ভাবতেছেন ঘটনা কি? ঘটনা আসলে তেমন কিছুই না। আমার ১ বছর ৭ মাস ব্লগ জীবনে প্রথম ছাগু হিসাবে স্বীকৃতি পাইলাম।

আমি পাইলাম। অবশেষে স্বীকৃতি পাইলাম। তবুও যেমন তেমন স্বীকৃতি নয়। অতি পরিচিত ছাগুর স্বীকৃতি। যিনি আমাকে এই মহান খেতাবে ভূষিত করেছেন তিনি- # পোস্ট করেছেন: ৩টি # মন্তব্য করেছেন: ১১৩টি # মন্তব্য পেয়েছেন: ৫১টি # ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস আমি খুশি রাখার জায়গা পাচ্ছি না।

ভাই, কেউ আমারে বড় একটা পাত্র ধার দেন। যে কথা বলতে চাই: আমি এই পোস্টে একটা মন্তব্য করছিলাম। উনার ভাল নাও লাগতে পারে। তাইবলে উনি আমাকে সরাসরি "অতি পরিচিত ছাগু" উপাধি দিয়ে দিলেন! আমি প্রথম যখন ব্লগিং শুরু করি তখন ব্লগে "এ টিম" পুরোপুরি এ্যাকটিভ। সেই "এ টিম" এর কোন সদস্য কোনদিন আমাকে ছাগু বলল না।

আরই এই "সামদ" ভাই তার কোন পোস্টে আমার প্রথম মন্তব্য দেখেই টের পেয়ে গেল আমি "অতি পরিচিত ছাগু"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.