আমাদের কথা খুঁজে নিন

   

মারাত্মক ঝুঁকি

সেলফ ড্রাইভিং গাড়ির জন্য ওই দিকে জায়গা আছে?’
আরে বাই, বিত্রে নেটওক পাই না, এহেনেই কন না...’
‘ম্যাডাম, ভেতরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলছে, এখানে গাড়ি দাঁড়ানো যাবে না।’
আইচ্ছা, বিত্রে যাইতাছি, গিয়া কী করুম?’
দাঁড়াব না, কিন্তু রাখব কোথায়?’
কী?...জোরে কন বাই, চিল্লাচিল্লির মইদ্দে কিচ্ছু হুনা যায় না..., সিয়েনজি...হ, পিছে একটা বাক্সের মইদ্দে, কিয়ের তার? সিয়েনজির থে তার ভাইরৈছে?’
ম্যাডাম, গাড়িটা...প্লিজ!’
‘বুজি না, বাই, পরিষ্কার কইরা কন। সিয়েনজির বাক্সে আবার তার কিয়ের? ইলেকটিরির তারের মথন? ওইটারে কী করুম?’
লাফ দিয়ে ড্রাইভিং সিট থেকে নেমে এল ক্যাপ্টেন নিশা, সঙ্গে সঙ্গে ওপাশের দরজা দিয়ে নামল জুনুন, ওর সহকারী। মোবাইল ফোনে কথা বলতে থাকা মাঝবয়সী লোকটার থেকে চোখ সরাচ্ছে না ওরা। এগিয়ে আসা সিকিউরিটি অফিসারকে এসএসএফের বিশেষ দায়িত্বের কার্ড বের করে দেখাল নিশা এক ঝলক, বলল, ‘গাড়িটা সরিয়ে রাখুন, কুইক।’
‘তারে টান দিয়া আর একটার লগে জোরা দিমু? ওইটা কই আছে?’
দ্রুত এগিয়ে গিয়ে লোকটাকে ধরল নিশা, মোবাইলটা কেড়ে নিয়ে লাইন কেটে দিল। ঠেলে বেজমেন্ট কারপার্কের দিকে নিয়ে যেতে যেতে জানতে চাইল, ‘গাড়ি কই?’
বিত্রে...নিচে। কেলা, কিউছে? কুনু অন্যায় উইছে নিকি?’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.