আমাদের কথা খুঁজে নিন

   

‘মারাত্মক’ স্বাস্থ্য জটিলতায় শ্যাভেজ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অস্ত্রোপচারের পর ‘মারাত্মক’ শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্টো ভিলেগাস জানান, “অস্ত্রোপচারের পর ওঠা-নামা করছে শ্যাভেজের শ্বাসযন্ত্র। ” এর আগে, বুধবার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছিলেন, “শ্যাভেজের ‘চেতনা’ আছে। ” এমনকি ভেনিজুয়েলার রাজনীতি নিয়ে যখন কথা হচ্ছিল তখন প্রেসিডেন্ট তার হাত শক্ত করে ধরেছিলেন বলেও জানিয়েছিলেন মাদুরো। ১১ ডিসেম্বর কিউবার হাভানায় চতুর্থ বারের মতো ক্যান্সারের অস্ত্রোপচার করতে যান শ্যাভেজ।

কিন্তু অস্ত্রোপচারের পরই শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হন ৫৮ বছর বয়সী এই সমাজবাদী নেতা। আগামী ১০ জানুয়ারি ৪র্থ বারের মতো প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের কথা রয়েছে শ্যাভেজের। ক্যান্সারের অস্ত্রোপচারের পর জনসম্মুখে দেখা যায়নি শ্যাভেজকে। এ কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। এমনকি শ্যাভেজ ‘আর নেই’ বলেও গুজব রটানো হয়।

তবে, ভিলেগাস তাঁর বিবৃতিতে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানান। শ্যাভেজের শারীরিক অবস্থা নিয়ে গুজব ঠেকাতে সার্বক্ষণিক তথ্য দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভেনিজুয়েলার সরকার। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) দিওসদোদো ক্যাবেলোও শ্যাভেজের সঙ্গে দেখা করতে হাভানায় যান। ‘শেষ পর্যন্ত পুনর্নিবাচনই দিতে হবে’ বলে বিরোধীদের মন্তব্যের জবাবে ক্যাবেলো জানান, “আমরা কী করবো তা আমরা খুব ভালো করেই জানি!” তবে, তথ্যমন্ত্রীর সর্বশেষ এই বিবৃতি প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানালেও আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘প্রেসিডেন্টের শপথ গ্রহণের’ ব্যাপারে কোনো আগাম মন্তব্য করেনি। এ দিকে, শ্যাভেজের স্বাস্থ্যের অবনতির সঙ্গে সঙ্গে সমাজবাদী আন্দোলনে ফাটল ধরেছে বলে বিরোধীদের বক্তব্য উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো এবং স্পিকার কাবেলো।

বৃহস্পতিবার কিউবা থেকে কারাকাসে ফিরে মাদুরো বলেন, “আমরা আগের চেয়ে অনেক বেশি ঐকবদ্ধ্য। ” মাদুরো জানান, “জনগণের সঙ্গে থাকার জন্য কমান্ডার শ্যাভেজের সামনে আমরা শপথ নিয়েছি। ” শুক্রবারে দেয়া তথ্যমন্ত্রী ভিগেলাসের বিবৃতি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। তবে, দেশটির সংসদের স্পিকার কাবেলো সম্প্রতি বলেছেন, প্র্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান পেছানো হতে পারে। কিন্তু বিরোধীদল বলছে, “সেটা হবে অসাংবিধানিক।

তাছাড়া শ্যাভেজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সঠিক কোনো সংবাদ নেই। ” দেশটির সংবিধান অনুযায়ী, কোনো নির্বাচনে প্রেসিডেন্টের শপথ গ্রহণ নির্ধারিত সময়ে না হলে ‘শপথ গ্রহণ অনুষ্ঠান’ থেকে ৩০ দিনের মধ্যে পুনর্নির্বাচন ডাকতে হবে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.