আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় কমিটির ঢাকা-ফুলবাড়ি লংমার্চ

ঘুনে ধরা সমাজ ভাঙ্গো!

চলো চলো ফুলবাড়ী চলো/ চলো চলো বড়পুকুরিয়া চলো/ জনগণের শক্তি গড়ো/ দেশের সম্পদ রক্ষা কর/ পানি খাদ্য রক্ষা কর/ ...বাঙলাদেশকে রক্ষা কর। জাতীয় কমিটির ৭ দফা দাবি আদায়ে ২৪-৩০ অক্টোবর ২০১০ ঢাকা-ফুলবাড়ী বড়পুকুরিয়া লঙমার্চ.......... চলো চলো ফুলবাড়ী চলো/ চলো চলো বড়পুকুরিয়া চলো/ জনগণের শক্তি গড়ো/ দেশের সম্পদ রক্ষা কর/ পানি খাদ্য রক্ষা কর/ ...বাঙলাদেশকে রক্ষা কর। জাতীয় কমিটির ৭ দফা দাবি আদায়ে ২৪-৩০ অক্টোবর ২০১০ ঢাকা-ফুলবাড়ী বড়পুকুরিয়া লঙমার্চ.......... ঢাকা-বড়পুকুরিয়া-ফুলবাড়ী লংমার্চ২৪-৩০ অক্টোবর ২০১০বিস-ারিত কর্মসূচি ( প্রাথমিক) *২৪ অক্টোবর ২০১০মুক্তাঙ্গন (সকাল ১১টা) - নাবিস্কো - কাকলী - আবদুল্লাপুর - টঙ্গী (দুপুর) থেকে বোর্ডবাজার - চান্দিনা চৌরাস-া (রাত্রিযাপন)। *২৫ অক্টোবর ২০১০গাজীপুর - কোনাবাড়ী - মৌচাক - চন্দ্রা - কালিয়াকৈর - মির্জাপুর - পাকুল্লা - করটিয়া - টাংগাইল - এলেঙ্গা (দুপুর) থেকে যমুনাসেতুর পুর্বপাড় - কড্ডার মোড় - সিরাজগঞ্জ (রাত্রিযাপন)। *২৬ অক্টোবর ২০১০ সিরাজগঞ্জ - নলকা - হটিকমরুল রোড - ঘুরকা - ভূঁইয়াগাতি - চান্দাইকোনা - শেরপুর (দুপুর) থেকে বনানী - বগুড়া সাতমাথা (রাত্রিযাপন)।

*২৭ অক্টোবর ২০১০বগুড়া - মাটিরডালি - মহাস'ানগড় - মোকামতলা - গবিন্দগঞ্জ (দুপুর) থেকে পলাশবাড়ী (রাত্রিযাপন)। *২৮ অক্টোবর ২০১০ পলাশবাড়ী - বটপেরহাট - পীরগঞ্জ ষঠিবাড়ী - মিঠাপুকুর (দুপুর) থেকে দরগারহাট - মডার্ন মোড় - রংপুর শহর (রাত্রিযাপন)। *২৯ অক্টোবর ২০১০ রংপুর - মেডিকেল - পাগলাপীর - তারাগঞ্জ - সৈয়দপুর (দুপুর) থেকে রানীবন্দর - ১০মাইল - দিনাজপুর (রাত্রিযাপন)। *৩০ অক্টোবর ২০১০ দিনাজপুর - চিরিরবন্দর - পার্বতীপুর - বড়পুকুরিয়া - ফুলবাড়ী বেলা ২টায় ফুলবাড়ী মহাসমাবেশ। সংযুক্ত জাতীয় কমিটির ৭ দফা দাবী ১।

যেহেতু ৫০ বছরের জ্বালানি চাহিদার তুলনায় বাংলাদেশের স'লভাগে ও সমুদ্রে তেল-গ্যাস-কয়লা মজুদ অনেক কম, সেহেতু কোনভাবেই তেল গ্যাস কয়লা খনিজদ্রব্য নিয়ে কোন রফতানিমুখী চুক্তি করা যাবে না। কোন চুক্তি বা সমঝোতা হয়ে থাকলে তা বাতিল করতে হবে। জাতীয় কমিটি প্রস-াবিত ‘খনিজ সম্পদ রফতানি নিষিদ্ধকরণ আইন’ অবিলম্বে পাশ করতে হবে। ২। রফতানিমুখী ‘মডেল পিএসসি ২০০৮’ বাতিল করে শতভাগ দেশীয় মালিকানার শর্ত রেখে নতুন নীতিমালার ভিত্তিতে তেল-গ্যাস উত্তোলনের ব্যবস'া নিশ্চিত করতে হবে।

সমুদ্রে বাংলাদেশের ন্যায্য সীমানা নির্দিষ্টকরণ ও এই এলাকায় সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করবার প্রয়োজনীয় ব্যবস'া নিতে হবে। ৩। আবাদি জমি-পানি সম্পদ-খাদ্য নিরাপত্তা ও মানুষ বিনাশী কয়লা উত্তোলনের উন্মুক্ত খনন পদ্ধতি নিষিদ্ধ এবং এই পদ্ধতির পক্ষে দুর্নীতি, জালিয়াতি এবং প্রতারণামূলক অপতৎপরতার সঙ্গে যুক্ত এশিয়া এনার্জিসহ বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে অবিলম্বে বহিষ্কারসহ জনগণের সঙ্গে সরকারের স্বাক্ষরিত ৬ দফা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস-বায়ন করতে হবে। উন্মুক্ত পদ্ধতি অনুমোদনের চেষ্টায় কয়লানীতি ঝুলিয়ে না রেখে ‘উন্মুক্ত না, রপ্তানি না, বিদেশি না’ নীতিমালার ভিত্তিতে পরিবেশ-অনুকূল পদ্ধতি গ্রহণ করে দ্রুত কয়লা সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এই বিষয়ে জাতীয় সংস'া প্রতিষ্ঠা করতে হবে।

৪। স'লভাগের ১২টি সমৃদ্ধ গ্যাস ব্লকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য চুক্তি করার পর সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানিগুলি কর্তৃক অনুসৃত নীতি তথা বর্তমান তীব্র গ্যাস সংকটের সুযোগে দেশকে জিম্মি করে দীর্ঘসূত্রিতা, প্রতারণা ও অনিয়ম অবলম্বনের নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস'া নিতে হবে। সকল অসম পিএসসিসহ বহুজাতিক কোম্পানির সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ পরিপন'ী সব চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় ও দেশীয় সংস'ার কর্তৃত্বে বা নিয়ন্ত্রণে খনিজ উত্তোলনের ব্যবস'া করতে হবে। মাগুড়ছড়া ও টেংরাটিলার দুর্ঘটনার জন্য দায়ী বহুজাতিক কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের প্রাপ্য অন-তঃ ৩৫ হাজার কোটি টাকা আদায় করে বিদ্যুৎ সংকট নিরসনে ব্যয় করতে হবে। স'লভাগে আর কোন পিএসসি করা যাবে না, আবিষকৃত সকল ক্ষেত্র উন্নয়ন ও উৎপাদন বাপেক্সসহ জাতীয় সংস'াগুলোর দাযিত্বে হতে হবে।

৫। পেট্রোবাংলা, বাপেক্স, জিওলজিক্যাল সার্ভে আনুবিক শক্তি কমিশনসহ জ্বালানিখাতের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে পঙ্গু করবার নীতি ত্যাগ করে, এই খাতকে দুর্নীতিবাজ ও বিদেশি কোম্পানির রাহুমুক্ত করতে হবে এবং জাতীয় সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় ব্যবস'া নিতে হবে। ৬। জ্বালানি সম্পদ নিয়ে এ যাবতকালে বিভিন্ন সরকারের আমলে যেসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে, সেগুলো প্রকাশ করতে হবে এবং এগুলোসহ যেসব অপতৎপরতার কারণে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বিপর্যস- ও ভয়াবহ বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে, সেগুলোর জন্য দায়ী দুর্নীতিবাজ জাতীয় স্বার্থবিরোধী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে শাসি-মূলক ব্যবস'া নিতে হবে। ৭।

২ সেপ্টেম্বর ২০০৯ জাতীয় সম্পদ রক্ষায় সংগঠিত জাতীয় কমিটির শানি-পূর্ণ মিছিলে পুলিশী হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান-মূলক শাসি- দিতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.