আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইটওয়াশ এবং মরিসনদের প্রতি আমাদের জবাব

স্বপ্ন ছুঁয়ে

পুরো বাংলাদেশ যখন ভাসছে নিউজিল্যান্ড কে সিরিজ হারানোর আনন্দে, বিশ্ব ক্রিকেটে সাড়া পড়ে গেছে যখন, অর্থাৎ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পর নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার জন মরিসন বাংলাদেশকে উদ্দেশ্য করে কিছু আপত্তিজনক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, " এই জয় এর মানে এই নয় যে বাংলাদেশ উন্নতি করছে"। তিনি নিউজিল্যান্ড টীমকে উদ্দেশ্য করে বলেন," এখানে(বাংলাদেশে) ইংল্যান্ড আসতে চায় না। অস্ট্রেলিয়া ও তেমন খেলে না। অথচ আমরা এখানে এসে নিয়মিত খেলে যাচ্ছি"।

অর্থাৎ আমাদের সিরিজ জয়কে তিনি প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন কন্ডিশনের দোহাই দিয়ে। কথাগুলো পত্রিকার পাতায় পড়ে রাগ সামলাতে পারছিলাম না। কিন্তু অপেক্ষা করছিলাম হোয়াইটওয়াশের জন্য। আজ মনে খুলে তার বক্তব্যের বিষয়ে কিছু বলতে চাই। তিনি কন্ডিশনের কথা বলেছিলেন।

এ ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে। দেখুন তো আপনারাও এগুলোর সাথে একমত কিনা। প্রশ্নগুলো প্রকৃত অর্থে পুরো ক্রিকেট বিশ্বের প্রতিই। ১। কন্ডিশনের কথা বললে মরিসন নিজের দেশের কথা ভুলে গেলেন কেন? তার নিশ্চয় অজানা নেই যে , তার দেশের চরমাভাবপন্ন আবহাওয়ার ভিতর কি প্রতিকূল অবস্থায় পড়ে বিদেশী ক্রিকেটাররা।

তার দেশে যখন বাংলাদেশ হারে, তখন এই কন্ডিশনের কথা আসে না কেন? ২। এর আগেও নিউজিল্যান্ড হেরেছিল বাংলাদেশে এসে। তখন তারা সিরিজ হারে নি। তাই কন্ডিশনের কথাও আসে নি। এবার ভালো ক্রিকেট খেলা তরুন বাংলাদেশীদের কাছে তাদের সিরিজ হারই কি তাহলে কন্ডিশন নিয়ে এমন উস্কানিমূলক মন্তব্যের কারন? ৩।

তিনি আরো বলেছেন এসব স্লো উইকেটে নাকি খেলা উচিৎ না! ভাল কথা। আমাদের স্পিনিং উইকেট যদি তাদের গাত্রদাহের কারন হয়, তাহলে এখন থেকে আমরাও বলব তাদের প্রায় সিমেন্টের উইকেটের মত অতি বাউন্সি আর ফাস্ট উইকেটও খেলার উপযোগী না। উপমহাদেশের দেশগুলোর সেখানে খেলা উচিৎ না। কি বলেন? ৪। শুধু নিউজিল্যান্ড কেন অস্ট্রেলিয়া যখন আমাদের সাথে খেলতে এসে বিপদে পড়ে তখন কন্ডিশনের দোহাই দেয়।

আর ইংল্যান্ডের কথা তো বলার কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আই সি সি কি কোন স্ট্যান্ডার্ড কন্ডিশন অথবা উইকেট নির্ধারন করে দিয়েছে ক্রিকেটের জন্য, যেটা নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার আছে, কিন্তু আমাদের নেই? উত্তরটা হচ্ছে না। ইংল্যান্ড ,অস্ট্রেলিয়ার যে চরম বাউন্সি উইকেট, ফাস্ট উইকেট তা শুধু ফাস্ট বোলার দের জন্যই সহায়ক। সে উইকেট নিয়ে যদি কোন প্রশ্ন না তোলা হয় তাহলে স্পিনিং উইকেট নিয়ে কেন প্রশ্ন তোলা হবে? ওখানে ফাস্ট বোলাররা সুবিধা পায়, এখানে পায় স্পিনাররা। কিন্তু আমাদের উইকেটের সব দোষ, ওরা এখানে হারলে আমাদের যোগ্যতা না , আমরা নাকি কন্ডিশন দিয়ে উইকেট দিয়ে জিতি।

আর সিরিজ হেরে বসলে এই দেশে নাকি খেলাই উচিৎ না! ৫। আমরাও যে কার্ডিফে জিতেছি, সাউথ আফ্রিকায়, ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপে জিতেছি, ইংল্যান্ড এর চরম আবহাওয়াতেও ভালো খেলেছি, জিতেছি তা তারা ভুলে যান। তাদের কথা বার্তা শুনে মনে হয় তাদের কন্ডিশনটা যেন একটা আদর্শ কণ্ডিশন যেখানে জিতলেই আসল জেতা হবে, না হলে নয়! অথচ বাস্তবতা কি বলে? উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এরাই ক্রিকেটের দর্শক থেকে শুরু করে ক্রিকেট বানিজ্য সব ক্ষেত্রেই মূল নিয়ামক। কিন্তু অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , নিউজিল্যান্ড এর মহান বোদ্ধারা যা বলবেন তাই ই সত্য, তাদের কন্ডিশনই আদর্শ কণ্ডিশন। তাহলে কি তারা সাদা চামড়ার মানুষ বলেই তারা যা বলবেন তা সব চরম সত্য? এটা কি তবে তাদের সেই প্রাচীন সাম্রাজ্যবাদী প্রভুশক্তির চেতনারই বহিঃপ্রকাশ? শুধু মরিসনের মত বিদেশীরাই নন, এদেশের অনেককেও আমাদের জয়কে ছোট করতে শুনি কন্ডিশনের কথা বলে, উইকেটের কথা বলে।

কিন্তু তারা ভুলে যান যে অন্য দেশগুলোও তাদের কণ্ডিশনের সুবিধা নেয় চরমভাবে। উপরন্তু আর্থিক সক্ষমতা এবং প্রযুক্তিগত সুবিধার কারনে কন্ডিশনকে, উইকেটকে আরো বেশি কাজে লাগায় তারা। আমরাও যে ওসব দেশে খেলতে গেলে প্রতিকূল অবস্থা মোকাবিলা করি, এটা তারা ভুলে যান। জানি মরিসন সাহেব আমার এই লেখা পড়বেন না। কিন্তু তাতে কি।

মরিসনের বক্তব্যের জবাব বাংলাদেশ দিয়েছে নিজিল্যান্ড কে হোয়াইটোয়াশ করে। আজকের ম্যাচেও কি মরিসন কন্ডিশনের কথা বলবেন, উইকেটের কথা বলবেন? বলতেও পারেন! কিন্তু কি বা এসে যায় তাতে! আমাদের ক্রিকেট টীম তার জবাব দিয়েছে, আর ভবিষ্যতে আরো জবাব ইনশাল্লাহ বাংলাদেশ দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.