আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশধারী রাজাকার......বিচার হবে কবে ??

সবার উপরে মানুষ সত্য!

অনেকদিন ধরেই দেশজুড়ে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম চলছে.....পত্রপত্রিকা আর সবার মুখে মুখে তা নিয়ে আলাপ-আলোচনায় বাংলাদেশ আজ সরগরম। ১৯৭১ সালে দেশকে রাজাকারদের হাত থেকে বাঁচাতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল.....তাঁরা গৌরবের সাথে যুদ্ধ করেছিল মা, মাটি আর দেশকে রক্ষা করতে.......সেইসব শহীদ আর মুক্তিযোদ্ধাদের জন্য আজও আমরা পৃথিবীর বুকে গর্বভরে মাথা তুলে দাঁড়াতে পারি। কিন্তু আজ যখন দেখি.........৫০ জন যাত্রী নিয়ে বাস নদীতে ডুবে যাচ্ছে, আর উদ্ধার কর্মে গাফলতি.......যাত্রীভর্তি ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে......ছাত্র পিটিয়ে ছাদ থেকে ফেলে দেয়া হচ্ছে......পুরানো ঢাকায় আগুন ধরে মানুষ মারা যাচ্ছে, আর দুর্বল অগ্নি-নির্বাপন ব্যবস্থা........প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন, সড়ক নিরাপত্তা নেই (এরকম সহস্র কাহিনী)......তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এইসকল নিরীহ মানুষ কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছেন। উনারা না পাচ্ছেন শহীদের মর্যাদা, না পাচ্ছেন রাষ্ট্রীয় মর্যাদা.....বেনামী লাশ হয়ে হারিয়ে যেতে হচ্ছে। দেশ রাজাকারদের হাত থেকে মুক্তি পেয়েছে আজ ৩৯ বছর হল, কিন্তু দেশে এখনও পর্যাপ্ত আর উন্নত অগ্নি-নির্বাপন/উদ্ধার ব্যবস্থা নেই.....নেই আইন-শৃঙ্খলা......নেই সড়ক/ জান-মালের নিরাপত্তা....শুধু আছে দুর্নীতি আর অনিয়ম। এর জন্য দায়ী কারা.....এর জন্য আমাদের দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ঘুষখোর কর্মকর্তা আর দুর্বল প্রাথিষ্ঠানিক ব্যবস্থাই দায়ী.......! আমাদের কলুষিত রাজনীতি আর তথাকথিত ছাত্র-রাজনীতি আর তাদের নির্মমতা কেড়ে নিচ্ছে এইরকম শত-সহস্র বাংলাদেশীর জীবন....এর বিচার কে করবে _???? এই পৃথিবীতে ছাত্র-রাজনীতি শুধুমাত্র বাংলাদেশেই বিদ্যমান.....কেন, কিসের লাভের জন্য ?? আজ আমাদের মত নিরীহ মানুষের জীবন হুমকির মুখে.....স্বাধীন দেশে থেকেও আমাদের জীবনের নিরাপত্তা নেই.....আমরা এদের থেকে মুক্তি চাই.....এইসব দুর্নীতিবাজদের বিচার চাই এই মুহুর্তে.......!! আজ সময় এসেছে এইসকল রাজনীতিবিদদের বিচার করার....আর এই বিচার কার্য শুরু হওয়া উচিত যুদ্ধাপরাধীদের বিচারের একই সাথে......কেননা এইসব দুর্নীতিবাজ রাজনীতিবিদ ( যাদেরকে মুখোশধারী রাজাকার বলাই শ্রেয়) প্রতিদিন কেড়ে নিচ্ছে তাজা প্রাণ.....আসুন আমরা আজ এই মুহুর্তে একযোগে বলে উঠি "দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিচার চাই এখনই"......!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.