আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশধারী মানুষগুলো

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

আমার ধারনা ছিল অন-লাইনের মানুষ গুলোর সাথে সম্পর্ক অন-লাইন পর্যন্তই থাকবে। কিন্তু এই ধারনা ভেঙ্গে গেলো গত 5 জুন 2006ইং তারিখে সন্ধ্যায় প্রাপ্তির বাসায়। আমি আগের দিন পর্যন্ত দ্বিধা দন্দে ছিলাম ওখানে যাওয়া কি ঠিক হবে? ঠিক না বেঠিক এই প্রশ্ন টা এসেছে কোড নেম ব্যবহারের কারনে।

আমি কোড নেম ব্যবহার করি একান্ত ব্যক্তিগত কারনে। আমি কখনোই চাচ্ছিলাম না আমার নাম-পরিচয় প্রকাশ পাক। কেন জানি আড়ালে থাকাটাই ভালো লাগছিল। কিন্তু সৌভাগ্য বা দুভাগ্য যাই বলি আড়ালে থাকা পরিচয়ের একটা অংশ প্রকাশ হয়ে গেলো অফ-লাইনে এসে। তবে এক হিসাবে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি কেননা ঐ দিন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 2/3 জন বাদে সবাই কোড নেমে ব্লগে লিখেন।

এক সাথে এতগুলো মুখোশধারী মানুষকে দেখলাম মুখোশ ছাড়া অবস্থায় এটা কি কম পাওয়া ? উৎসর্গ ঃ (1) ব্লগে মুখোশের আড়ালের মানুষগুলো, যারা ঐ দিন প্রাপ্তির বাসায় ছিলেন- কালপুরুষ, ধানসিড়ি, একটু পর বলছি, অন্যমনষ্ক শরৎ, কামউজা। (2) মুখোশবিহিন মানুষ- কৌশিক, সারিয়া, আবু সালেহ। (3) হাসান এবং অমি রহমান পিয়াল, যারা ফোনে আমাদের সাথে কিছু সময় ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.