আমাদের কথা খুঁজে নিন

   

এদেরকে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও বুয়েট থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত



এ কাজ কক্ষণো কোন সরকার করবে না তাদের নিজের স্বার্থে। করবে না ঐ বেজন্মাদের পিতামাতা। মা-বাবা অনেক স্বপ্ন দেখে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে, মেডিক্যাল কলেজ ও বুয়েটে ভর্তি করিয়ে। অথচ ঐ বেজন্মাগুলো মা-বাবার স্বপ্নকে চুরমার করে দিয়ে রাজনীতির নোংরা খেলায় উন্মত্ত হয়ে উঠে ঐসব শিক্ষাঙ্গনে প্রবেশ করে। পড়াশুনায় মন না দিয়ে ঐ মহিষাসুর আর শুম্ভ-নিশুম্ভেরা হাতে নানাবিধ অস্ত্র নিয়ে মহড়া দেয়, সহপাঠীকে হত্যা করে।

সারা বছর এভাবে মাস্তানি করে কোন নেতা বা এম পি বা কোন মন্ত্রীর সুপারিশে না পড়েও পাশের সার্টিফিকেট নিয়ে বের হয়ে এসে একই পদ্ধতিতেই কোন সরকারী চাকুরী বগলদাবা করে। না লিখতে পারে কোন চিঠি, না বলতে পারে ভদ্রভাবে কথাবার্তা, কোথায় কিভাবে ঠাকা লুটপাট করবে, সেদিকেই থাকে এদের নজর। আর মেডিক্যাল কলেজের পাশ করা মাস্তানগুলো ? এম বি বি এস-এর তকমা গায়ে সেঁটে চামারের মত রোগীর গলা কাটে। এদের হাতে যে কেউই নিরাপদ নয়, তা এক অন্ধও বুঝতে পারে। তাই মাঝে মধ্যে যখন ঐসকল অকর্মা-র ধাড়ীগুলো পাবলিকের প্যাঁদানি খায়, তখন ঐসব শুয়োরদের জন্য বিন্দুমাত্রও সহানুভুতির উদ্রেক হয় না।

আজকের (১১ অক্টোবর, ২০১০ইং) দৈনিক প্রথম আলো-র ১ম পৃষ্ঠায় খবর দিয়েছে যে ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনায় রংপুর মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এরূপ বন্ধ দেশ ও জাতির জন্য যে কত বড় রকমের অপূরণীয় ক্ষতি ডেকে আনে, তা ঐসব বদমাশদের বুঝার কথা নয়। তাই আসুন, সবাই মিলে যারা শিক্ষাঙ্গনে রাজনীতির নামে বদমাশি করে বেড়াচ্ছে, ঐসব অসুরদের সেখান থেকে বহিষ্কারের অভিযান চালাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.