আমাদের কথা খুঁজে নিন

   

স্বরূপ



স্বরূপ - যাযাবর জীবন ঝরে পড়া রাতের তাঁরার মত ঝরে পড়ি আমি রাতের গভীর আঁধারে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কিংবা মাঝে মাঝে নারকেল পাতায় পিছলে পড়া জ্যোৎস্নার মত মেঘের রাতে হঠাৎ দমকা হাওয়ায় মেঘগুলো সরে গেলে তারপর আবার অন্ধকার চাঁদ মুখ লুকোয় কালো মেঘের আড়ালে আমি ঝরে পড়ি অন্ধকার হয়ে ক্রমাগত ধরিত্রীর বুকে; অথবা বনের ছুটে চলা মায়া হরিণীর পেছন ছুটে চলা হঠাৎই সামনে শঙ্খচূড়ের ফণা ছোবলে কাঁতর ধ্বনি উফফ উধাও চঞ্চল হরিণী রক্তাক্ত আমি মাটির সাথে কথা বলা জীবিত কিংবা মৃত অথবা......... উড়ে চলা গাংচিল মুক্ত আকাশের গায় হঠাৎ কোন শিকারির গুলির শব্দ ডানা ভাঙ্গা রক্তাক্ত ঝরে পরে নদীর বুকে ভেসে যেতে জোয়ারের স্রোতে কিংবা আছড়ে মাটিতে গুলিবিদ্ধ গাংচিল রক্তাক্ত আমি কিংবা বাতাসে ভেসে যাওয়া কিছু পালক লাল লাল ছোপ উড়ে বেড়ায় অথবা...... সন্ধ্যের আঁধার ঘনায় সোনারোদ ডুবে যায় সময়ের শেষ বেলায় ফিরে আসে সকলেই ঘরে কিংবা মাটির পরে; কেও পড়ে থাকে অবহেলায় মাটিতে কেও আদরে বুকের খাঁচায় কেও ভেসে যায় জলের ধারায় আর কিছু ডানাভাঙা পালক উড়তে থাকে বাতাসে সাথে কিছু রক্তাক্ত ক্ষত অথবা......... এই সব ক্রমাগত...... আলো অন্ধকার উড়ে যাওয়া ছিন্নভিন্ন পাখির পালক মেঘ, বৃষ্টি কাদামাটির ঢেলা অনাদর অবহেলা বুকের ক্ষত রক্তাক্ত রাতের অন্ধকার আমার মত গভীর গহীন অনেক জমিয়ে রাখা নোনাজল খুব মাঝে মাঝে... হঠাৎই মগজে ঝমঝম নূপুরের ধ্বনি কিংবা কানে তালা লাগা অশুভ কিছু শব্দ অসহনীয় অসহ্য পাগল পাগল রূপ এই আমি এই আমার স্বরূপ......... ভালো করে চেয়ে দেখে নে আগে কালো অন্ধকারের রূপ... বদলাতে পারব না নিজেকে নিবি আমাকে? যেমন আছি তেমনি ঠিক এইভাবে নিজের করে.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।