আমাদের কথা খুঁজে নিন

   

স্বরূপ প্রকাশে

আমি একটা পাগল

সঙ্কোচ হয় যদি স্বরূপ প্রকাশে, কি লাভ বলো এরূপ এসেহেসে! আড়াল করো, আড়াল করো একেবারে উত্সুক স্বয়ং প্রশংসা পেতে মনোহরে! অবহেলা করে আপন গায়ের রঙ, সাজানো ত্বক প্রসাধণে অহেতুক ঢঙ! করতে পারো রাগ আমার কথায়, ফুলগুলো ধার ছাড়া সুন্দর এককথায়! দেখ দেখ চারদিক তাকিয়ে ভাব, কোথায় মনোরম স্বভাব, সৌন্দর্য অভাব। পরিপাটি হওয়া উচিত না এলোমেলো, নিশ্চয়ই অবগত কেমন সাদাসিধা-জাঁকালো। ভালো লাগে যত সবই অনুরাগ, একের পর এক মনোমত পরাগ! হয়ত পাও বহুভাবে প্রস্তাব বার্তা, এভাবে হয় কি বাছাই সত্যতা। সচরাচর আন্দাজ করি আগ্রহ পাই, ইচ্ছুক পছন্দমত মিলছে না পছন্দসই! পাওয়ার পূর্বের প্রীতি পেয়ে যাওয়া, কখনো না এক; ফলাফল পাওয়া। আগের মতো আর সাড়া নেই, সরিয়ে নিচ্ছ মুখ যেই-সেই! মনে করো না যেন হারিয়েছি, কত কিছুই আমি মুহূর্তে ভাবছি...?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।