আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিচ্ছবি



আমি তখন পুকুর পাড়ে বসে- তাকিয়ে আছি পানির উপরে ভেসে ওঠা প্রতিচ্ছবিটির দিকে প্রতিচ্ছবিটি কি তাই ভাবছে, যা আমি ভাবছি? ওর মনে কি নীল রঙের উপস্থিতি বিদ্যমান? নাকি সব বর্ণহীন? নাকি............ যাহ্-বাবা! ওকে নিয়ে এত কিসের চিন্তা? ভাবি মনে মনে। কিন্তু আশেপাশে আর কেউ কি আছে- যাকে নিয়ে একটু ভাবা যাবে? এই খরার মধ্যে ওই তো ভাবনার একটা খোরাক উপহার দিল- এটাই বা করে কে? হঠাৎ একটা মাছরাঙা এসে পানির মধ্যে দোলন সৃষ্টি করল। প্রতিচ্ছবিটি কাঁপতে লাগল। এবার কি তবে আমি মাছরাঙাকে নিয়ে ভাবব? (বি.দ্র: গদ্য কবিতা টাইপ কিছু যখনই আমি লিখতে যাই তখন নিজে নিজেই আবিষ্কার করি বিষয়টি পুরোটাই আস্তে আস্তে গল্পে পরিণত হয়ে যাচ্ছে, যাতে কবিতার গন্ধটুকু আর খুঁজে পাওয়া যায় না! অসীম দুঃসাহস নিয়ে এই জিনিসটি লিখলাম! জানি কিছুই হয়নি, তাই বাকিটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। জানি জিনিসটি আপনাদের অনেক বিরক্তির উদ্রেগ করেছে, আপনাদের ঐ বিরক্তিটুকু কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আমাকে কষ্ট স্বীকার করে জানাবেন প্লীজ। তাতে যদি এই অধমের কোন উপকার হয়, তাতে যদি কোন শিক্ষা হয়!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।