আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিচ্ছবি!

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

প্রতিচ্ছবি! সব সময় দুরত্ব গুলো বজায় রাখতে রাখতে তুমি যে অনেক দুরে সরে চলে গেছো হাতের অঙ্কিত ছবিগুলো এখন তোমাকে অনেক কাছে টানে সেখানে যত বাতাসই থাকুক তুমি কখনো ছিটকে পড়োনি দুরন্ত মুল্লুকে তোমার গমনকৃত পা খামখাই হেয়ালির জলে অযথাই পড়েনি পিছলে। তুমি বার বার একেঁছো সাগরের প্রতিধ্বনি বার বার একেঁছো ঢেকে রাখা দুবলারচর। আমি তা কখনোই দেখাহীন চিত্তে প্রসাব করিনি কোন মন্দ কথা । তুমি যতটা দুরে গিয়েই ধরাতে চাও চিড় আমি ততটা নিকটে এসে রচিবো তোমার সুনামদর্শিতা সর্বকালের তরে সেসব থাকবে এক তোমারই জন্যে।

ট্রেনের ধোঁয়ার মতো পিছোনের দিকে তাকাবেনা কোন সৌভাগ্য আমি একহাতে সাজাবো এই সোনার পৃথিবী আরেক হাতে রাঙ্গাবো তোমার রঙতুলির ছবি যেখানেই জাগবে মায়া হয়ে ধরাদেবে ভোরের সূর্য। আমার ভাষার আকাশে ঢেকেযায় যতোগুলো ভাষাহীন ফুল এলোমেলো বিষন্নতা নিয়ে আমি যে স্থির চোখে সাজাই সেই সব কথা ওখানে আমার ভাগ্যের কলম কথা কয় ওখানে আমার ভাগ্যের চাবিগুলো ঝুলতে থাকে যতগুলো ভঙ্গুর এলোমেলো আমি তা মুহুর্তেই রচনা করি। সেই সব বাদ্ধক্য অথবা সাইনবোর্ড করে ঝুলিয়ে রাখি আমার নিজের কক্ষে। আশাহত করার কোন সময়ই দেইনা। একএক করে এক সময় আমার ডাক বাক্স গুলো ভরে যায় আমি জমাতে থাকি আমার অপরিদর্শিতা গুলো ছোট থেকে সমগ্রব্যাপী হয় এই শহরের কার্বোনেটের মতো করে উঠতে থাকে দুর আকাশে।

পরিবর্তে আমি ঢালি তারচে বেশি নেবুলা বিনিময়ে শুরুহয় মদ্ধস্ততা। তুমি আসছো কখনো ট্রামে চেপে কখনো পঙ্খিরাজে অথবা অচিন্তপুরের সেই উড়ন্ত ঘোড়ায় আমার যতোটুকু উষ্ণতা ছিলো আকাশে মেঘের আড়ালে সব নেমে আসে পবিত্র হয়ে বোরাকে সওয়ার করে আর ধুলোয় থরথর বিজ্ঞাপনহীন পৃথিবী ভরে যায় নতুন বার্তায় আর নতুন বিজ্ঞাপনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।