আমাদের কথা খুঁজে নিন

   

সুখী দাম্পত্যের মন্ত্র

যুগের পর যুগ ভালো যোগাযোগকেই মানা হয়েছে সুখী দাম্প্যতের মন্ত্র হিসেবে। কিন্তু সর্বশেষ গবেষণায় দেখা গেছে, আরও অনেক বিষয়ই দাম্প্যত্য জীবনকে সুখী রাখার ক্ষেত্রে কাজ করে। যখন আপনার চাওয়া পাওয়া ইতিবাচকভাবে সঙ্গীর কাছে উপস্থাপণ করবেন তাও একটি সুখী সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করবে।

সম্প্রতি ইন্টারনেট ভিত্তিক একটি জরিপ ২২০১ জন ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে গবেষকদের চোখে সাতটি মূল বিষয়কে ধরে। এসব বিষয় সুখী দাম্পত্যের ক্ষেত্রে কাজ করে কি না তা জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে।

অংশগ্রহণকারীদের কাছে যৌন সম্পর্ক, রোমান্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, সঙ্গীর জ্ঞান, জীবনে দক্ষতা প্রভৃতি বিষয়ে জানতে চাওয়া হয়।

এটা বিস্ময়কর নয় যে, বেশিরভাগই বলেছেন ব্যক্তিগত যোগাযোগই তাদের সম্পর্ক দৃঢ় করতে মূল ভূমিকা রেখেছে। কিন্তু পরের দু’টি বিষয় বিস্ময়কর। জরিপের ফলে দেখা যায়, সঙ্গীর জ্ঞান এবং জীবনে দক্ষতা সম্পর্ককে সুখী রাখতে মূল ভূমিকা রাখে। সুখী দাম্পত্য বিষয়ক পরামর্শকরা অবশ্য এ বিষয় দু’টির প্রতি খুব কমই নজর দিয়েছিলেন।

তারা বলেছিলেন, সম্পর্কে ভাঙন রোধ এবং জোরদারের একমাত্র উপায় ভালো যোগাযোগ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।