আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে করা কি ঠিক হবে? এমনিতেই তো বেশ ভালো আছি!


ছোটো বেলা থেকেই সুন্দর একটা মুখের স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি। মানসলোকে যারে বড়ো করে তুলেছি তার সঙ্গে বাস্তবের কোনো মেয়েই তো মেলেনা! একটা মেয়েকে ভালোলেগেছিলো, অন্তহীন চাওয়া তার,পূরণ করার সাধ্য আমার নেই! আমার কি তাকে বিয়ে করা ঠিক?ঘটনাটা খুলেই বলি... একসঙ্গেই পড়াশোনা করছিলাম। বেশ ভালো বন্ধু ছিলাম। বেশ ভালোই ছিলাম। ও একটি ওর খালাতো ভাইকে পছন্দ করতো।

বাসায় সমস্যা ও নিজস্ব মোবাইল না থাকায় আমার ওপর নির্ভরশীল ছিলো ওদের কথা বলা। আমার মোবাইল থেকেই কথা বলতো দুজন। একসময় কোনো এক কারণে ওদের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়। আমি নি:স্বার্থ বন্ধুর মতো সাহায্য বরে গেছি। ওর অনেক দুর্বলতার সুযোগ আমি পেয়েছি।

কিন্তু নিজেকে কখনও সেভাবে ভাবিনি। তারপর ধীরে ধীরে সে আমার প্রতি দুর্বলতা দেখাতে শুরু করলো। আমি প্রথমে সেটাকে গায়ে মাখিনি। তারপর নিজেও একসময় অনুভব করলাম ওকে আমি চাই। এরপর সময় গড়িয়েছে।

অনেক ঘটনা দুর্ঘটনা পেরিয়ে ৬ বছন সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় ভাে লাবাস হয়েছে শক্তিশালী। কিন্তু কিসের যেনো ভয় সংশয় দ্বিধা কাটিয়ে উঠতে পারিনি। দুজনে। বুঝিনি সমস্যা কোথায়।

মেয়ে বড়ো হয়ে গেছে, বিয়ে দিতে হবে এই ভেবে ছেলে দেখা শুরু করেছে মেয়েটির পরিবার। একসঙ্গে পড়ার সুবাদে আমি গুছিয়ে নিতে পারিনি। মেয়েরা একটু ধনীই। অন্তত আমাদের চেয়ে। বাবা মার একা ছেলে আমি।

পড়াশোনা শেষ হয়নি। তবুও চাকরীর সন্ধানে ছুটলাম। শেষতক নিজের চলার মতো একটা ব্যবস্থাও হলো। কিন্তু বিয়ে করার জন্য নিজেকে আরো গুছিয়ে নেয়া প্রয়োজন। কিন্তু মেয়ের কথা হলো একদমই সময় নেই।

এখন কি করবো সিদ্ধান্তহীনতায় আছি। আমার বাবামায়েরও তো একটা ইচ্ছা আমিগুছিয়ে নিয়ে তারপর একটা ব্যবস্থা করবে তারা। তাদের এখনি বলতে পারছিনা। আবার আমার নিজেরও এতো সামর্থ্য হয়নি যে নিজেই সিদ্ধান্ত নেবো। আবার আমাকে কি মেয়ের পরিবার থেকে আদৌ মেনে নেবে? অনেক সমস্যা এবং ঝামেলা মনে হচ্ছে।

মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে আমার জন্য কি বসে থাকবে? ব্যক্তিগত এই সমস্যায় সবার সুচিন্তিত মতামত আশা করছি। প্লিজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সামুর ব্লগাররা এগিয়ে আসুন না!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.