আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথে সিএনজি উদ্ধার, গ্রেফতার ২

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

বিশ্বনাথ প্রতিনিধি সিলেটের বিশ্বনাথে চোরাই সিএনজিসহ আবদুল করিমকে এবং গ্রামীণফোন টাওয়ারের জেনারেটর থেকে ডিজেল চুরির সময় শরিফকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার উপজেলার লামাকাজি পয়েন্ট থেকে করিমকে ফোরস্টোকসহ গ্রেফতার করা হয়। মৃত ইছবর আলীর ছেলে করিমের বাড়ি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে। জানা গেছে, গত সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার রতিয়ার পাড়ার আলীউলের বাড়ি থেকে একটি সিএনজি চুরি হয়।

সিএনজির মালিক বিশ্বনাথ থানায় এসে ওই গাড়িটিই তার দাবি করেছেন। তবে পুলিশ এখনও গাড়িটি তাদের বলে শনাক্ত করতে পারেননি। এ ব্যাপারে জানতে চাইলে এসআই আহাদ জানান, কাগজপত্রাদি অনুসন্ধান চলছে। এদিকে একই সময়ে উপজেলার খাজাঞ্চিগাঁও ও হোসেনপুরের মধ্যে অবস্থিত গ্রামীণফোনের টাওয়ারে জেনারেটরের তেল চুরির সময় জনতা আলী আমজাদ ওরফে শরিফকে আটক করে পুলিশে দিয়েছে। সে সুনামগঞ্জের ধর্মপাশা থানার লংকা (পাতারিয়া) গ্রামের আবদুল হাসিমের ছেলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.