আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথে ২ পলাতক আসামি গ্রেফতার

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

বিশ্বনাথ প্রতিনিধি বিশ্বনাথ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাত শামিম ও জাল টাকা পাচারকারী চক্রের পলাতক আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে। ডাকাত শামিম উপজেলার পাঠানচক গ্রামের পিরু মিয়ার ছেলে। জাল টাকা পাচারকারী নাজিমের বাড়ি উপজেলার রায়খেলি গ্রামে। তার বিরুদ্ধে ২০০৭ সালের ১৯ জানুয়ারি জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

রোববার তাদের দু'জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। শনিবার উপজেলা সদরের বাসিয়া ব্রিজ থেকে শামিমকে এবং বাগিচাবাজার থেকে নাজিমকে গ্রেফতার করা হয়। যুব একাডেমীর মতবিনিময় সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সিলেট যুব একাডেমী মতবিনিময় করেছে। রোববার ইএজে প্রকল্প বিশ্বনাথ অফিসে এ মতবিনিময় সভা হয়। গ্রাম আদালত ও সালিশি পরিষদকে কার্যকর করার মাধ্যমে নির্যাতিত নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সভায় সাংবাদিক ও প্রকল্প কর্মকর্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় যুব একাডেমীর প্রজেক্ট কো-অর্ডিনেটর রিক্তা দাস হ্যাপি, কমিউনিটি অরগানাইজার গেলাম মোস্তফা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সভাপতি আবদুল আহাদ, স্বপন দাশ, জাহাঙ্গীর আলম খায়ের, সেলিম খান ,মামুনুর রশীদ মামুন, সাইফুল ইসলাম বেগ, খালেদ মাসুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.