আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের সভা

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

বিশ্বনাথ প্রতিনিধি সিলেটের বিশ্বনাথে পূজা উদযাপন কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি নিশী দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুখময় ধর খোকা। সাধারণ সম্পাদক মানিক লাল দের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিমল চন্দ্র দাশ ও রামসুন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভায় বক্তব্য রাখেন অমরেন্দ্র দে, গোবিন্দ চন্দ্র দে, রূপক কুমার দেব, সমরেন্দ্র বৈদ্য, গোপাল চন্দ্র সেন, অরবিন্দ পাল, অথীন রায় চৌধুরী রানা, মলয় ভট্টাচার্য, কানুরঞ্জন দেব, জয়ন্ত আচার্য, প্রনঞ্জয় বৈদ্য, সুরঞ্জিত বৈদ্য, গৌরাঙ্গ মোহন দে, মলয় সোম চৌধুরী, জ্যোতির্ময় দে, মতি মেম্বার, রনজিৎ ধর মেম্বার প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.