আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে বাবরি মসজিদের জমির মালিকানা ৩ পক্ষের মধ্যে ভাগ করে দেয়ার সিদ্ধান্ত

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

ভারতের এলাহাবাদ হাইকোর্ট আজ অযোধ্যার রামমন্দির-বাবরি মসজিদ মালিকানা বিরোধ মামলার রায় ঘোষণা করেছে। ঐতিহাসিক এই রায়ে বলা হয় : যে জমি নিয়ে এই বিরোধ সেটি ৩টি পক্ষের মধ্যে বন্টন করা হবে। রাম-বিগ্রহের জায়গা পাবে রাম-লাল্লা পক্ষ, সীতা রাসোই ও রাম চবুতারার অংশ পাবে নির্মোহী আখড়া এবং জমির বাকি অংশ পাবে কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ড। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টার দিকে এই রায় ঘোষণা করা হয় এবং বলা হয় : বর্তমান স্থিতাবস্থা আগামী তিন মাস বহাল থাকবে। রামের জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক অন্তত ১০০ বছরের পুরনো।

এক শতাব্দি ধরে চলা এই বিতর্কের জের ধরে রক্তপাত আর প্রাণহানিও কম হয়নি। ধর্মীয় দিক থেকে পবিত্র বিবেচনায় হিন্দু-মুসলমান দু'পক্ষই এর মালিকানা দাবি করে আসছে। প্রায় ৩ একরের এই জমির মালিকানা নিয়েই তাই বহু জল ঘোলা হয়েছে। হিন্দুদের দাবি : ২.৭ একর আয়তনের জায়গাটি দেবতা রামের জন্মস্থান। ষোড়শ শতাব্দীতে সেখানে রামমন্দির ভেঙ্গে মুঘল সম্রাট বাবর মসজিদ তৈরি করেছিলেন।

অন্যদিকে মুসলমানদের দাবি : ১৯৪৯ সালের ডিসেম্বর অব্দি সেখানে নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন তারা। কিন্তু ডিসেম্বরেরই কোনো এক রাতে মসজিদের ভেতর রামের মূর্তি স্থাপন করা হয়। এরপর সেখানে হিন্দুরা পূজার্চনা শুরু করে। গত ৪ দশক জায়গাটির নিয়ন্ত্রণ নিয়ে হিন্দু-মুসলমান দুপক্ষই পাল্টাপাল্টি একাধিক মামলা করে। কিন্তু অস্থিরতা তুঙ্গে ওঠে ১৯৯২ সালে।

সেসময় বিজেপি ও আরএসএস-এর নেতৃত্বে কয়েক হাজার জঙ্গি হিন্দু মসজিদটি ভেঙ্গে ফেলে। এ ঘটনার পর ভারতজুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। সেবার দুপক্ষের সংঘর্ষে প্রায় ২০০০ লোক প্রাণ হারায়। এই বিষয়গুলোকে ঘিরেই বিভিন্ন সময়ে মোট ৪টি মামলা করা হয়। তারই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।

সূত্র: এবিসি রেডিও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.