আমাদের কথা খুঁজে নিন

   

আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ বিমানবালা আটক



বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ বুধবার সকালে কামরুন্নাহার টুটুল (৩৫) নামে এক বিমানবালাকে আটক করেছে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের শুল্ক কর্মকতারা। তার বাড়ি দিনাজপুর জেলায়। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে বিমানবন্দরের ৬ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার সময় স্ক্যানিং অপারেটর মুজিবর রহমান প্রথমে তাকে সন্দেহ করেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি শুল্ক কর্মকর্তাদের জানালে তারা এসে বিমানবালাকে আটক করেন। কামরুন্নাহার ঢাকা-দুবাই-লন্ডন রুটে বাংলাদেশ বিমানের বিজি ০১৫ ফ্লাইটের বিমানবালার দায়িত্বে ছিলেন। তার শরীর এবং লাগেজ তল্লাশি করে সাতটি দেশের এ বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন সালেহ আহম্মদ চৌধূরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ সব আনুষ্ঠানিকতা শেষ করে আটক বিমানবালাকে থানায় হস্তান্তর করবে। কামরুন্নাহার টুটুলের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান ওসি Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.