আমাদের কথা খুঁজে নিন

   

থেমে গেল রহমান বয়াতির দেহঘড়ি

রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এই শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর।
তার ছেলে আলম বয়াতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ জুলাই বাবাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে সব শেষ হয়ে গেল। ”
হাসপাতালের চিকিৎসক অধ্যাপক শফিকুর রহমান জানান, আবদুর রহমান বয়াতি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।


আলম বয়াতি বলেন, “পরিবারের সবাই হাসপাতালে এলে দাফন কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া সংস্কৃতিক অঙ্গনের অনেকেই আসছেন। তারাও শেষবার দেখতে চান, শ্রদ্ধা জানাতে চান। ”
বহু জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আবদুর রহমান বয়াতী ১৯৩৯ সালে ঢাকার সূত্রাপুরে জন্মগ্রহণ করেন৷ তার গানে সব সময়ই উঠে এসেছে মাটি আর মানুষের কথা৷
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের (সিনিয়র) আমন্ত্রণে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানেও গান পরিবেশন করে প্রশংসা কুড়ান রহমান বয়াতি।
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ লোকগান গাওয়ার পাশাপাশি একটি ব্যান্ড দলের সঙ্গে মিলে মিশ্র অ্যালবামেও গেয়েছেন রহমান বয়াতি।

 
তার কণ্ঠে ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে’, ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণে ধৈর্য্য মানে না’, ‘এই পৃথিবী যেমন আছে তেমনই রবে/সুন্দর এ পৃথিবী ছেছে চলে যেতে হবে’, ‘দিন গেলে আর দিন পাবি না’, ‘আমার মাটির ঘরে’-র মতো গানগুলো গত শতকের শেষভাগে বাংলাদেশের তরুণদের মুখে মুখে ফেরে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।