আমাদের কথা খুঁজে নিন

   

থেমে গেল অজান্তে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

থেমে গেল অজান্তে অজানার টানে চলা, একাকী নির্বাসনে আমি যেন বিচ্ছিন্ন কেউ, কে যেন বলে সুদূরে শুধু দুরাশা, দুরুহ দহনে শেষ সব সুখের লালসা, লেপ্টে গেছে চারপাশে বিনম্র ভালবাসা । ভালো যে লাগে তারে,বুঝেনা সে যে, তার এলোকেশে, চুড়ির ঝনঝন শব্দে, মৃন্ময়ের হাসিতে, মাদকতা মনে, কাছে ঘেষেও থেমে যায় শিহরণ, থেমে যায় অস্তাচল; থেমে যায় চোখের নাচন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।