বিহারের ভামরা ঘাট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে যাত্রী পারাপারের সময়ই ধামরা স্টেশনের ওপর দিয়ে দ্রুত বেগে ছুটে যাচ্ছিল রাজ্যরানী এক্সপ্রেস। রাজ্যরানী এক্সপ্রেসের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় বেশকয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, ১২৫৬৭ আপ রাজ্যরানী এক্সপ্রেসটি বিহারের সহস্র থেকে পাটনা যাচ্ছিল।
কিন্তু এই এক্সপ্রেসটি ভামারা ঘাট স্টেশন দাঁড়াবে মনে করেই বহু যাত্রী লাইনে এসে জড়ো হয়েছিলেন। কিন্তু দুরুন্ত বেগে এক্সপ্রেসটি যাত্রীদের ওপর দিয়ে চলে যাওয়ায় এই দুর্ঘটনা বলে জানা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই তীর্থযাত্রী। দুর্ঘটনার পর কিছু দূরে গিয়ে ঘাতক ট্রেনটি থেমে যায়। তারপরেই ওই এক্সপ্রেসটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা।
দুঘর্টনার পর স্থানীয় বাবিসন্দা এবং যাত্রীরা লাইনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাঙচুর চালান হয় স্টেশন মাস্টারের ঘরে, মারধর করা হয় রেলের কর্মীদেরও। লাইন পারাপারকে কেন্দ্র করে এত মানুষের মৃত্যু অতীতে হয়নি বলেই জানা গেছে।
উদ্ধারকার্যে দমকল, বিপর্যয় মোকাবিলা দল, রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।