আমাদের কথা খুঁজে নিন

   

বিহারে ট্রেনের নিচে কাটা পড়ে ১৫ জনের মৃত্যু

সোমবার ভোরে রাজ্যের খাগারিয়া জেলার একটি জনবহুল স্টেশনে এ ঘটনা ঘটে। এলাকাটি রাজ্যের প্রধান শহর পাটনা থেকে ১৬০ কিলোমিটার দূরে। কর্মকর্তারা ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক অরুণ মালিক এনডিটিভিকে জানিয়েছেন, ১৫ থেকে ২০ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। একটি দ্রুতগামী ট্রেন খাগারিয়া জেলার কাত্যায়নি স্থান রেল স্টেশন পার হওয়ার সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের যাত্রীদের ওপর দিয়ে চলে যায়। ওই যাত্রীরা অপেক্ষারত ট্রেনটিতে ওঠার জন্য পাশের লাইনের ওপর ভিড় করে দাঁড়িয়েছিল। ঘটনার পর উত্তেজিত যাত্রীরা ঘাতক ট্রেনটির চালককে নামিয়ে মারধর করেছে বলে জানা গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.