আমাদের কথা খুঁজে নিন

   

সিজনাল ভারতবিরোধীদের ব্যপারে সাবধান থাকুন

কিছুই কমু না..

ব্লগে ইদানিং দেখা যায় নামে বে নামে ভারত বিরোধী পোষ্ট আসে। আমিও সেগুলো সমর্থন করি। কিন্তু অনেকের পোষ্টের উদ্দেশ্য নিয়ে আমি কিঞ্চিৎ সন্দিহান। কারণ অতি ভক্তি বা অতি বিরোধী উভয়ই কিন্তু চোরের লক্ষণ। কারণ এদের অনেকে সিজনাল ভারত বিরোধী।

>> আমরা জানি অনেকে ক্ষমতায় থাকা কালে ভারত বিরোধীতার কথা ভুলে গিয়ে লাকে তৈল দিয়ে ঘুমিয়ে ছিল। >> বিএসএফ এর গুলিতে যখন সীমান্তে মানুষ মরলে যখন ব্লগে অনেকে নেচে কুদে অস্থির তখন তারা ছিল নিশ্চুপ। >> টিপাইমুখ বাধ নিয়ে সর্বপ্রথম যখন বাসদ ২০০৪ এ গোলটেবিল আলোচনায় তৎকালীন পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দীনকে আমন্ত্রণ জানালো হল তখন তিনি উক্ত আলোচনায় বসতে অপারগতা প্রকাশ করেছিলেন। এখন তার চেলারা এ নিয়ে বড় বড় কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। যদিও এই ইস্যুটাও এখন তারা দূর্বল করে ফেলেছে।

>> তাছাড়া আমরা জানি তৎকালীন যোগাযোগ মন্ত্রী বর্তমানে যিনি ভালো সাজার চেষ্টা করছেন সেই বেহুদা নাজমুল হুদা ভারত থেকে পচা টেক্সি আমদানি করে ১৪গুন বেশি দামে বাংলাদেশে বিক্রি করেছিলেন। তখন বিএনপির লোকজনই প্রকাশ্যে তাকে হেনস্তা করেছে। কিন্তু প্রসাশন ছিল নিশ্চুপ। উনি আবার বিএনপির ভাইস প্রেসিডেন্টও হয়েছেন। >> ভারত এখন যার দু চোখের বিষ, সেই তিনি ক্ষমতায় শেষ দিকে এসে সদলবলে ভারতে রাজকীয় সফরে গিয়েছিলন।

>> ভারত বর্তমানে আমাদের যে হারে ক্ষতি করে চলছে ঠিক একই ধারা অব্যাহত ছিল আমাদের জাতীয়তাবাদ আর ইসলামের অন্যতম কান্ডারীরা যখন ক্ষমতায় ছিল তখনও। আর তাদের শরীক জামাতের কথা কি আর বলেবা। মাহমুদুর রহমান যখন গ্রেফতার হয়েছিল তখন এই ইস্যুটাকে তারা ভালোভাবেই কাজে লাগিয়েছে। বিএনপির চাইতে তারাই বেশে মার্কেটিং করেছিল মাহমুদুর রহমানের পক্ষে। এক্ষেতে তারা সফল।

কিন্তু নিজ নেতা নেতৃীরা এখন জেলে ডিম থেরাপীর উপ্রে আছে। ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে শক্ত জনমত সৃষ্টি হযে গেছে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে। বিএনপির কাছ থেকেও এ ব্যপারে তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। তাই তারা এখন হতবিম্বল। ক্ষমতায় থাকাকালে তারা ভারতীয় আগ্রাষণ ইস্যুতে ছিল নিশ্চুপ।

যেমন বোবার কোন শত্রু নেই। ভারত আমাদের অনেক ক্ষতি করেছে এবং করছে। যানিনা ৭১ এ তারা আমাদের কেমন সহযোগীতা করেছে যার মাসুল বাঙালী জাতী যুগ যুগ ধরে দিতে হবে। ভারত আমাদের অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। পক্ষান্তরে আমাদের প্রাপ্তি শূণ্যের কোঠায়।

ভারতীয় পচা পণ্যে দেশ ভরে গেছে। তাই তাদের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করা প্রতিটি বাঙালীর কর্তব্য। সিজনাল ভারতবিরোধীদের ব্যপারে সবাইকে সাবধান থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.